নবাবগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অফিসার ইনাচর্জ, নবাবগঞ্জ থানার নেতৃত্তে¡ নবাবগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১২/০৬/২০২৫ খ্রিঃ ১৮.৩০ ঘটিকার সময় মোছাঃ মনিরা বেগম(২৫), পিতা-মোঃ মমিনুর রহমান, সাং-টাকামতি, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুরকে নবাবগঞ্জ থানাধীন ভাদুরিয়া ইউনিয়নের অন্তর্গত দিঘীরতœা সাকিনের কুখ্যাত মাদক কারবারী মোঃ জামাল হোসেন এর নিজ বসত বাড়ী হইতে ১০০০ পিস ঞধঢ়বহঃধফড়ষ ট্যাবলেটসহ গ্রেফতারপূর্বক মামলা রুজু করতঃ যথাযাথ পুলিশ স্কর্টের মাধ্যমে সকল আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।