বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১০ জন যাত্রী।
রবিবার (৬ জুলাই ২০২৫) বিকাল সাড়ে ৩টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় রংপুর গামী (ঢাকা মেট্রো ব-১-২২০৪) নাম্বারের একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীরা চিৎকার করে উঠলে স্থানীয়রা দ্রুত ছুটে আসেন।
দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তি হলেন সুকুমার মহন্ত (৪৬)। নিহত সুকুমার মহন্ত রংপুর সদর উপজেলার সাতগড়া গ্রামের জনকি মহন্তে ছেলে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
স্থানীয়রা অভিযোগ করেন, বাসটির গতিবেগ অত্যধিক ছিল এবং চালক হয়তো গাড়ির নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন। হাইওয়ে পুলিশের এসআই রেজাউল করিম জানান,পঞ্চগড় থেকে ছেড়ে আসা রংপুরগামী ৩০ জন যাত্রী নিয়ে একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে এতে ঘটনাস্থলে হেলপার সুকুমার নিহত হয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।
দুর্ঘটনার বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”