পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের আমইর গ্রামে ‘সত্যপীর মাজার’ প্রাঙ্গণে সাম্প্রদায়িক সম্প্রীতির মিলাদ, মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুরে মাজার পরিচালনা কমিটির উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলাদ শেষে অংশগ্রহণকারী হিন্দু ও মুসলিম দুই স¤প্রদায়ের সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন সরকারপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. শামীম।
গ্রামের প্রবীণরা জানান, শত শত বছরের পুরনো এই ঐতিহ্য অনুযায়ী প্রতিবছর পবিত্র আশুরা উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। হিন্দু ও মুসলিম দুই স¤প্রদায়ের মানুষ একত্রে মিলিত হয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানস্থলে এক অনন্য সা¤প্রদায়িক স¤প্রীতির চিত্র দেখা যায়। বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশুসহ আশপাশের এলাকা থেকে আসা মানুষজনও যোগ দেন মিলাদ ও তোবারক বিতরণে।
সত্যপীর মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম জানান, পবিত্র আশুরা উপলক্ষে প্রতিবছরই সত্যপীর মাজারে এই আয়োজন হয়ে থাকে। ধর্ম-বর্ণ নির্বিশেষে দুই স¤প্রদায়ের মানুষের অংশগ্রহণে এ আয়োজন এখন এলাকার স¤প্রীতির প্রতীক হয়ে উঠেছে। এবছর নারী-শিশুসহ প্রায় সাড়ে ৪ শতাধিক মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়েছে।
কমিটির সাধারণ সম্পাদক জানকি কান্ত রায় জানান, সত্যপীর মাজারকে ঘিরে এই মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। যা স¤প্রীতির এক উজ্জ্বল নিদর্শন।
এসময় উপস্থিত ছিলেন সত্যপীর মাজার পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর কবীর, সদস্য মো. মোকসেদুল, বেলাল হোসেন, রুবেল হোসেন, আশরাফুল হক, পুতুল চন্দ্র রায়, শ্রী রমেন চন্দ্র রায়, জগৎ চন্দ্র রায়, প্রতাপ চন্দ্র রায় প্রমুখ।