বিকাশ ঘোষ,বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি।
দিনাজপুরের বীরগঞ্জে কৃষি বিভাগের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থীর মাঝে ৪ হাজার কাঠাল, জাম ও নিম গাছের চারা বিতরণ করা হয়েছে।
১৫ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ। গাছের চারা বিতরণী অনুষ্ঠানে ইউএনও বলেন, “এই চারাগুলো ভবিষ্যতের ছায়া ও অক্সিজেন—শিক্ষার্থীদের দিয়ে গাছ লাগিয়ে আমরা সবুজ ভবিষ্যৎ গড়তে চাই।”
ছাত্র-ছাত্রীরা নিজের হাতে গাছ রোপণের আনন্দ প্রকাশ করে পরিবেশ রক্ষার অঙ্গীকার করে।
উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হায়দার আলী, ও উপসহকারী কৃষি কর্মকর্তারা। পরিবেশবান্ধব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।