শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভরা বর্ষাতেও বৃষ্টির দেখা নেই পানির অভাবে আমন রোপণে বিপাকে কৃষক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৯, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ঋতুচক্রে (আষাঢ়-শ্রাবণ) ভরা বর্ষাকাল, আষাঢ় পেরিয়ে শ্রাবন শুরু হলেও উল্লেখযোগ্য হারে বৃষ্টির দেখা নেই এই অঞ্চলে। বর্তমানে আমন চারা লাগানোর ভরা মৌসুম । এ অবস্থায় মাঝে মধ্যে দুএক ফোটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির দেখা নেই। আষাঢ় শেষ হলেও পানির অভাবে চারা রোপন করতে পারছেনা কৃষকরা। পর্যাপ্ত বৃষ্টিপাতাত না হওয়ার কারনে ফসলের মাঠ সুখিয়ে গেছে, এতে চরম বিপাকে পড়েছেন তারা।
প্রকৃতির এই বিরূপ আচরণে দেশের শষ্য ভান্ডার খ্যাত দিনাজপুরের ফুলবাড়ীর কৃষকরা পড়েছে চরম বিপাকে। ইতোমধ্যে উপজেলায় কৃষকদের আমন ক্ষেত চাষ করতে গভীর ও অগভীর নলক‚প চালু করেছে।
উপজেলা কৃষি কার্যালয় স‚ত্রে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নসহ পৌরসভায় চলতি মৌসুমে ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৬ হাজার ৭১৮ টন। তবে বৃষ্টি না হওয়ায় কৃষকেরা জমিতে হালচাষ করতে পারছেন না।
উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, আমন চাষিরা আইল কোদালী করে জমি তৈরি করছেন। কেউ হাল চাষ দিয়ে রাখছেন পানির আশায়। কেউ পানি সেচ দিয়ে অনেক কষ্টে চারা রোপণ করছেন, পর্যাপ্ত পানি নেই প্রায় জমিতে। রোপণের জন্য কাঙ্খিত বৃষ্টিপাত না হওয়ায় ও প্রচন্ড দাবদাহে জমি সুখিয়ে ফেটে যাচ্ছে।
অনেকেই বৃষ্টির পানির অপেক্ষায় আছেন। কেউ কেউ জমির পাশের ডোবা-নালা থেকে শ্যালো মেশিন দ্বারা পানি সেচ দিচ্ছেন। প্রস্তুকৃত জমি শুকিয়ে যাচ্ছে। ফলে জমিতে চাষ ও পানি দিতে খরচ দ্বিগুন হচ্ছে বলে দাবী কৃষকদের।
উপজেলা বরেন্দ্র বহুমুখি উন্নয়ন অফিসের সহকারী প্রকৌশলী আহসান হাবিব জানান,
উপজেলার ১১৩টি গভির নলকুপরে মধ্যে ৫৯টি নলকুপ চালু রয়েছে। ১৩০টাকা ঘন্টা চুক্তিতে এসব নলকুপ থেকে কৃষকদের পানি সরবরাহ করা হচ্ছে। ট্রান্সফরমার চুরি হওয়ার ভয়ে অনেকে নামিয়ে রেখেছেন তাই কিছু নলকুপ বন্ধ রয়েছে। প্রয়োজন দেখা দিলে সেগুলোও চালু করা হবে।
খয়েরবাড়ী ইউনিয়নের কৃষক শাহিনুর ইসলাম বলেন, এক একর জমিতে আমন লাগাবো কিন্তু পানির অভাবে চারা লাগাতে পারছিনা। তাই সেচ দিয়ে ফসল লাগানোর চেষ্টা করছি। পানি না হলে সেচ দিয়ে আমন ফসল লাগানো কঠিন হয়ে যাবে, খরচ বাড়বে। সেচ দিয়ে তার এই ফসল লাগাতে গেলে ১৬ হাজার টাকার বেশি খরচ হবে। ডিজেলের দাম বেশি সেচ দিতে খরচ বেশি পড়বে। লোকসান হলেও আবাদ না করে উপায় নেই।
আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের কৃষক আমিনুল ইসলাম জানান, এবার সাড়ে তিন একর জমিতে তিনি রোপা আমন চাষ করবেন। বৃষ্টি না থাকায় ২ একর জমিতে শ্যালো মেশিন দিয়ে সেচ দিয়ে লাগানোর চিন্তা করছেন । তিনি বলেন, শ্রাবণের মাঝামাঝি রোপা আমন চারা লাগানো যাবে, তবে কিছু ধানের জাত আছে দেরী করে লাগালে ফলন ভাল হবে না, তাই বাধ্য হয়ে সেচ দিয়ে লাগাবো। চারা লাগানোর পরও যদি বৃষ্টি না হয় তাহলে সেচ দিয়েই আবাদ করতে হবে। এতে খরচ বেড়ে যাবে।
এদিকে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জনান, মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে কিছু সময় আংশিক মেঘলা আকাশ, কিছু সময় রোদের দেখা আবার মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি আগামী ২৪ তারিখ পর্যন্ত কম-বেশি থাকতে পারে। তবে ২৫ তারিখ বা এরপর থেকে উল্লেখযোগ্য হারে বৃষ্টির পরিমান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের কৃষক মকছেদুল ইসলাম বলেন, উল্লেখযোগ্য হারে বৃষ্টি না হাওয়ার কারণে আমন চাষে সমস্যায় পড়েছি। ফলে জমিতে সম্প‚রক সেচের মাধ্যমে আমন ধানের চারা রোপণ করতে হচ্ছে। এতে খরচ বেড়ে যাবে।
আলাদীপুর ইউনিয়নের মেলাবাড়ী গ্রামের কৃষক সুবাস চন্দ্র বলেন, এ বছর বৃষ্টিপাত কম হয়েছে। তাই আমন ধান আবাদে অনেকটা সেচনির্ভর হতে হচ্ছে। শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচ এবং ট্রাক্টর দিয়ে চাষ করতে গিয়ে আমাদের খরচ অনেক বেড়ে যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত মো. শাহানুর রহমান বলেন, এ মৌসুমে পানি কম হওয়ায় কৃষকরা জমিতে হালচাষ দিতে পারছেন না সত্য। তবে আমন রোপণের এখনো যথেষ্ট সময় আছে। সাধারণত ২০ জুলাই থেকে শুরু করে ১৫ আগষ্ট পর্যন্ত আমন চাষাবাদ করা যায়। এছাড়া আমাদের এলাকায় ব্রি ৩৪ জাতের সুগন্ধি ধান চাষ বেশি চাষ হয়। যা লাগানোর পর্যাপ্ত সময় রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সভা মীরডাঙ্গী স্কুলে অনুষ্ঠিত

দিনাজপুরে এফপিএবির নির্বাচন করিম সভাপতি, বাবলু সম্পাদক

বীরগঞ্জ-কাহারোলে নেতাকর্মীদের উদ্দেশ্যে মনোরঞ্জন শীল গোপাল নৌকার বিজয় নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

গ্রীণ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বীরগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

‘আজ মাকে খুব দেখতে ইচ্ছে করছে’, ঈদেও এতিমখানায় একা শিশু

রাণীশংকৈলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন

পীরগঞ্জে নৌকার মাঝি ইমদাদুল হককে গণ সংবর্ধনা দেয়া হয়েছে

দিনাজপুরে অভ্যন্তরীন আমন ধান, চাল সংগ্রহ অভিযান উদ্বোধন