শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই শহীদ দিবস- ২০২৫ স্মরণে হাবিপ্রবিতে আলোচনা সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৯, ২০২৫ ৮:৩৫ পূর্বাহ্ণ

জুলাইশহীদ দিবস- ২০২৫ স্মরণেহাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আলোচনাসভাঅনুষ্ঠিতহয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৬টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে উক্ত আলোচনাসভাঅনুষ্ঠিতহয়। এতে প্রধানঅতিথি ছিলেনহাবিপ্রবিরমাননীয়ভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষঅতিথি হিসেবেউপস্থিত ছিলেন প্রোভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. মো.শফিকুলইসলামসিকদারএবং ট্রেজারারপ্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। আলোচনাসভায়উপস্থিত ছিলেনদিনাজপুরেরশহীদ রাহুলইসলাম ও শহীদ রুদ্র সেন’রগর্বিতপিতা–মাতা, হাবিপ্রবিরপ্রক্টরপ্রফেসর ড. শামসুজ্জোহা, বিভিন্নবিভাগের চেয়ারম্যান, হলসুপার, বিভিন্নশাখারপরিচালকসহঅন্যান্য শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। সভায়সভাপতিত্ব করেনছাত্রপরামর্শ ও নির্দেশনাবিভাগেরপরিচালকপ্রফেসর ড. এস.এম. এমদাদুলহাসান, শহীদ রাহুলইসলাম ও শহীদ রুদ সেন’রউপরপরিচিতিম‚লক বক্তব্য প্রদানকরেনজনসংযোগ ও প্রকাশনাশাখারপরিচালক মো. খাদেমুলইসলাম, সঞ্চালনাকরেনসহকারীপ্রক্টরপ্রফেসর ড. আবুলকালাম।
আলোচনাসভারশুরুতেনিজেদের অনুভ‚তিপ্রকাশকরেনশহীদ রাহুলইসলাম ও শহীদ রুদ্র সেন’রপিতা–মাতা। এ সময়শহীদ রুদ্র সেন’রপিতাসুবির সেনবলেন, আমাদের ছেলেকেবারবারনিষেধকরারপরও সে দেশের স্বার্থে আন্দোলনেগিয়েছিল। এখনওমনেহয়, আমারএকমাত্র ছেলে বেঁচেআছে, লিখাপড়া শেষ করে সে আমাদের মাঝেফিরেআসবে।
শহীদ রাহুলইসলামেরপিতা মোসলেমউদ্দিনবলেন, আমি ছোট্টএকটামাছেরব্যবসাকরি। আন্দোলনেযাওয়ারদিনরাহুলবলেছিল, আব্বাআমারছাত্রভাইদের মারি ফেলছে, ঘরেআরবসে থাকাযায়না।মুইকইছু, বাবাহারা ছোট্টএকটাগরিবমানুষ, হারা কোনরকমকরিসংসারচালাই, জমিজমাকিছুনাই। এগুলাতযাওয়াযাবেনাবাবা। সেইদিনেরবর্ণনাদিতেদিতেতিনিবারবার অশ্রুসিক্ত হয়েপড়েনএবং অশ্রুসিক্ত কণ্ঠে সকলেরনিকটঅনুরোধজানিয়েবলেন, আপনারাছাত্র-জনতা সব সময় এক হয়ে থাকেন,আমারমাতোআর যেন কোনবাবামায়েরবুকখালিনাহয়। আপনারাকখনও দল ভাঙ্গা হননা, নাহলে এই ফ্যাসিস্ট সরকারআবারআসবে, আমারমতোহাজারওবাবামায়েরবুকখালিকরবে। আমিএকটাকথাবারবারঅনুরোধকরি, সব ছাত্র গুলা তোমরাএকতাহয়ে থাকো। আমারসন্তানেরবুকে যে গুলিচালাইছেআমিতারফাঁসিচাই।এসময় তার বক্তব্যে অডিটোরিয়ামেআবেগঘনপরিবেশের সৃষ্টিহয়।
আলোচনাসভায়শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদানকরেন মো. সুজনইসলাম, বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনেরআহবায়ক তোফাজ্জল হোসেনতপু, হাবিপ্রবিছাত্রশিবির’রসভাপতি শেখরিয়াদ, কবিতা আবৃতিকরেনআহম্মদ মুহিত।
পরিবর্তীতে প্রোভাইস-চ্যান্সেলরএবং ট্রেজারারমহোদয়ওশহীদ রাহুল ইসলামের বাবার কথার স‚ত্রধরে সকলেরঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব আরোপ করেন।
প্রধানঅতিথির বক্তব্যে হাবিপ্রবিরমাননীয়ভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. মো. এনামউল্যাবলেন, আজকেরআলোচনাসভায়শহীদ রাহুলইসলাম ও শহীদ রুদ্র সেন’রগর্বিতপিতা–মাতাউপস্থিত হয়েআমাদের গৌরবান্বিতকরেছেন। তিনিবলেন, সবাই এক থাকারবিষয়েশহীদ রাহুলেরবাবাআজ যে কথা বলেছেন, আমরা বড়বড় শিক্ষিত লোকেরাওতাবুঝতেচাইনা।তার এই কথারম‚ল্য বুঝতেপারলেআমাদের বাংলাদেশ আরকখনও পেছনে থাকবেনা। আশাকরিতার এই কথা গুলোআপনারাসবাইবুঝবেন ও ধারণকরবেন। তিনিবলেন, রুদ্র সেনেরবাবারদিকেতাকান, একমাত্র ছেলেকেহারিয়েতিনিআজকিভাবে বেঁচেআছে। চিন্তাকরেনউনারা দেশেরজন্য কিকরেছেন, আরআমরাকিকরছি, সামান্য ব্যক্তিগত চাওয়াপাওয়ারজন্য আমরা কত কিকরি। তাইএসব থেকে বেরহয়েজুলাইয়েরস্প্রিটটাকেধারণকরেসামনেরদিকেএগিয়ে যেতেহবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে আমগাছ থেকে পড়ে এক ব্যক্তি নিহত

বঙ্গবন্ধুর ভাস্কর্যের কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভমিছিল

ইউপি নির্বাচনে আওয়ামী লীগের সাম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থী সত্যজিৎ রায় কার্তিকের গণসংযোগ

বোদায় অর্ধ-শতাধিক অদম্য মেধাবী শিক্ষার্থীরা পেল হিরো উমেন স্কলারশীপ শিক্ষাবৃত্তি

রাণীশংকৈলে ওয়ার্কাস পার্টির নির্বাচনী কর্মীসভা

চিরিরবন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিপোর্ট করলে অফিসে পাওয়া যাবে!

খানসামায় বুড়াখাঁপীরের মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

রাণীশংকৈলে সাংবাদিকের মায়ের ইন্তেকাল

রাণীশংকৈলে উপজেলা ও পৌর যুবদলের সম্মেলন অনুষ্ঠিত

ঈদুল ফিতরের নামাজ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের নামাজ আদায়ে থাকছে বিশেষ দুটি ট্রেন