মোঃ শামসুল আলম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভাসহ ৬টি ইউনিয়নে ৪২হাজার বৃক্ষ রোপনের অংশ হিসেবে আজ ১৯জুলাই শনিবার বোচাগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন । সকালে ৩নং-মুর্শিদহাট ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান। এ সময় ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চন, সকল ইউপি সদস্য, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসান, বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান অতিথি উপজেলার প্রতিটি ইউনিয়নে স শরীরে উপস্থিত হয়ে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেছেন। উল্লেখ থাকে যে, বৃহত্তর দিনাজপুর জেলায় সর্বমোট ৮ লক্ষ বৃক্ষরোপণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দিনাজপুরের প্রতিটি উপজেলায় এ কর্মসূচি চলছে।