কাহারোল(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে জেলা প্রশাসকের উদ্যেগে ৪২ হাজার গাছে চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১৯ জুলাই ‘২৫) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঐতিহাসিক নয়াবাদ জামে মসজিদ ও শ্রী শ্রী কান্তজিউর মন্দির প্রাঙ্গনে গাছের চারা রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক বৃক্ষ রোপন বিষয়ক সম্পাদক মোঃ মামুনুর রশিদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য মোঃ আবুল হোসেন রাজা, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ আবু তাহেরসহ অন্যন্যরা। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নের অত্র কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, পতিত জায়গায় ও রাস্তা-ঘাটসহ অন্যন্য স্থান সমূহের ৪২ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা মাসব্যপী রোপন করা হবে। এদিকে জেলা প্রশাসক উপরোক্ত স্থানে গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা পর গতকাল শনিবার থেকে উপজেলার ডাবোর, রসুলপুর, মুকুন্দপুর, তারগাঁও, সুন্দরপুর, রামচন্দ্রপুরসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা তাদের স্ব-স্ব ইউনিয়ন পরিষদ সমূহের ইউপি সদস্য ও স্থানীয় ব্যক্তি বা জনগণকে সাথে নিয়ে গাছের চারা রোপন করছেন মর্মে পৃথক পৃৃথকভাবে সংবাদ পাওয়া যায়।