বালিয়াডাঙ্গী বিএনপি কাউন্সিলে হামলা: মহাসচিবের ভাইয়ের গাড়ি ভাঙচুর ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে বিএনপি মহাসচিবের ছোট ভাইয়ের গাড়ি ভাঙচুর ও ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলার লাল চান নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই ) বালিয়াডাঙ্গী উপজেলার সালডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর বিকেলে ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুল আলমের আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলি বলেন, “বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিলের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে লাল চান ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটায় ।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।