ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি. দিনাজপুরেন ঘোড়াঘাটে ডিবি পুলিশ পরিচয়ধারী একজন ভুয়া ডিবি পুলিশকে আটক করেন ঘোড়াঘাট থানা পুলিশ। শুক্রবার সাড়ে ৯ টার দিকে ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড় থেকে রাহবার পরিবহন তল¬াশি করে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ভুয়া ডিবি পুলিশ হলেন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার শিডলী গ্রামের বুলু মিয়ার ছেলে আতাউর রহমান( ৩০)।
ঘোড়াঘাট থানা সূত্রে জানা যায়, ডিবি পুলিশের পরিচয় দিয়ে তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছেন। এ ঘটনায় দিনাজপুর ডিবি পুলিশ তাকে আইনের আওতায় আনার জন্য দীর্ঘদিন থেকে তার খোঁজ খবর নিচ্ছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামি রাহবার পরিবহন থেকে দিনাজপুর ডিবি পুলিশ ঘোড়াঘাট থানা পুলিশের সহায়তায় তাকে আটক করে।
আটককৃত ব্যক্তি ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামি রাহবার পরিবহন যোগে যাত্রী বেশে চট্টগ্রামে যাচ্ছিলেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান আটকৃত ব্যক্তির কাছ থেকে একটি ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়। আমরা ডিবি পুলিশ দিনাজপুরের নিকট তাকে হস্তান্তর করি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।