রবিবার , ২০ জুলাই ২০২৫ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে প্রথমবারের মতো ন্যাশনাল আইইইই (ওঊঊঊ) সামার সিম্পোজিয়াম অনুষ্ঠিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২০, ২০২৫ ৯:০০ পূর্বাহ্ণ

হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এরকম্পিউটারসায়েন্সঅ্যান্ডইঞ্জিনিয়ারিংঅনুষদ এবংআইইইই (ওঊঊঊ) কম্পিউটারসোসাইটিবাংলাদেশ চ্যাপ্টার-এর আয়োজনে প্রথমবারেরমতোহাবিপ্রবিতেঅনুষ্ঠিতহলো দুইদিনব্যাপী (১৮ ও ১৯ জুলাই) “আইইইই (ওঊঊঊ) সিএসবিডিসিসামারসিম্পোজিয়াম ২০২৫”। সিম্পোজিয়ামে দেশেরসরকারি-বেসরকারি ৬০ টিবিশ্ববিদ্যালয়েরটিমএবংপ্রায় ৫০০ জনশিক্ষার্থী অংশগ্রহণকরে। দেশের সম্ভাবনাময় আইটিখাতকেঘিরেএমনবড়পরিসরেআলোচনা ও অংশগ্রহণেরসুযোগহাবিপ্রবিতেএবারইপ্রথম। সম্মেলনেরআলোচনায় উঠে আসেমেধাবীদের দক্ষ করেতুলতেহলেকারিকুলামহালনাগাদ, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়াসংযোগেরমতো গুরুত্বপ‚র্ণ বিষয়। দুদিনের সিম্পোজিয়ামে ৩৪ টি টেকনিক্যাল সেশন, ৪ টিকিনোট সেশন, ১ টিওয়ার্কশপঅনুষ্ঠিতহয়।
শনিবার সকাল ১১টায় অডিটোরিয়াম-২ তে সিম্পোজিয়ামের দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধানঅতিথি হিসেবেউপস্থিত ছিলেনহাবিপ্রবিরমাননীয়ভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. মো.এনামউল্যা, গেস্ট অবঅনার ও টেকনিক্যাল সেশনেররিসোর্স পার্সনহিসেবেউপস্থিত ছিলেনবাংলাদেশ ইউনিভার্সিটিঅববিজনেস এন্ড টেকনোলজিএরমাননীয়ভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. এ বি এমশওকতআলী, গ্রীনইউনিভার্সিটিঅববাংলাদেশ এরমাননীয়ভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. মোহাম্মদ শরীফউদ্দিনএবংগাজীপুরডিজিটালইউনিভার্সিটিএরমাননীয়ভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. মোহাম্মদ আবুইউসুফ।
বিশেষঅতিথি হিসেবেউপস্থিত ছিলেনহাবিপ্রবির প্রোভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. মো. শফিকুলইসলামসিকদার, ট্রেজারারপ্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবিরএবংআইইইইসিএসবিডিসি’রসভাপতিএবংকুয়েটএরপ্রফেসর ড. কে. এম. আজহারুলহাসান। অনুষ্ঠানেসভাপতিত্ব করেনসিএসইঅনুষদের ডীনপ্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, সঞ্চালনাকরেনইসিইবিভাগেরসহযোগীঅধ্যাপক ড. তানজিনাসুলতানা।
এ সময়গাজীপুরডিজিটালইউনিভার্সিটিএরভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. মোহাম্মদ আবুইউসুফবলেন, আমিআজএখানেরিসোর্স পার্সনহিসেবেএসেছি, আপনারা দেখেছেনএখানে ৪ জনরিসোর্স পার্সনের মাঝে ৩ জনইতিনটিবিশ্ববিদ্যালয়েরভাইস-চ্যান্সেলর। এখান থেকে আমরাবুঝলামভাইস-চ্যান্সেলররাশুধুপ্রশাসকই নন তারাভালোগবেষকওবটে। নতুনবাংলাদেশে আমরাএটাই দেখতে চাই, যেখানেভাইস-চ্যান্সেলররাএকাডেমিয়া ও গবেষণার নেতৃত্ব দেবেন।
গ্রীনইউনিভার্সিটিঅববাংলাদেশ এরভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. মোহাম্মদ শরীফউদ্দিনবলেন, এই সিম্পোজিয়ামযখন ২০২১ সালেরদিকেযাত্রাশুরুকরেতখনআমরা ১০০ এরনিচে পেপার পেতাম, সেখানে এই বছরআমরাএক্সট্রাঅর্ডিনারিসাফল্য পেয়েছি, ৫০০ এরও বেশি পেপার রিসিভকরেছি। আগে যেখানেএকটা দুইটার বেশিকনফারেন্সবাংলাদেশে হতোনা, এখন সেখানে ২০ টিরওঅধিককনফারেন্সহয়। এর থেকে প্রমাণিতহয়আমাদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা গবেষণারদিকেধাবিত হচ্ছেন।
বাংলাদেশ ইউনিভার্সিটিঅববিজনেস এন্ড টেকনোলজিএরভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. এ বি এমশওকতআলীবলেন, এখনজুলাইমাসচলছে, গত বছরেরজুলাই-আগস্টের আন্দোলনেঅনেকেইশহীদ হয়েছেন, তাঁরা বেঁচে থাকলেআজহয়তোএখানেউপস্থিত থাকতেন, বিশেষকরে সে আন্দোলনেআমারবিশ্ববিদ্যালয়েরসিএসইবিভাগেরএকজনশিক্ষার্থী শহীদ হোন। আমিতাঁদের সকলেররূহেরমাগফিরাতকামনাকরছি। তিনিবলেন, আমরাঅনেক পেপার পাচ্ছি, কিন্তু এখনআমাদের দরকার প্রোডাক্ট। কারণ প্রোডাক্টটাইব্রান্ডহিসেবেকাজকরবে। আমারইনভেস্টমেন্ট দরকার নেই, আমাদের হাতে যে ডিভাইসটা থাকেএটি দিয়েইগবেষণাকরা সম্ভব। বর্তমানযুগেসকলেইহাতেই স্মার্ট ফোন থাকে, এটাকেইব্যবহারকরুন। পরিশেষে এ ধরণেরসিম্পোজিয়ামসুন্দরভাবেআয়োজনেরজন্য তিনিহাবিপ্রবিরভাইস-চ্যান্সেলর, সিএসইঅনুষদ ও আইইইইসংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপনকরেন।
অনুষ্ঠানেপ্রধানঅতিথির বক্তব্যে হাবিপ্রবিরমাননীয়ভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. মো.এনামউল্যাবলেন, জুলাইমাসেরআজকেরদিনেআমিশ্রদ্ধাভরে স্মরণকরছি উত্তরবঙ্গের শ্রেষ্ঠসন্তান বেগম রোকেয়াবিশ্ববিদ্যালয়েরশিক্ষার্থী শহীদ আবুসাঈদ, মীরমুগ্ধ, দিনাজপুরেররাহুলইসলাম ও রুদ্র সেনদের,
যাঁদের রক্ত ও প্রাণেরবিনিময়েআমরানতুনবাংলাদেশ পেয়েছি। আমিতাঁরআত্মারমাগফিরাতকামনাকরছি, একইসাথে গত বছরেরজুলাই-আগস্টে প্রায় দুইহাজারছাত্র-জনতাতাঁদের জীবনউৎসর্গ করেছিলেন, অনেকেআহতহয়েএখনওচিকিৎসানিচ্ছেন, আমিতাঁদের সকলকেশ্রদ্ধাভরে স্মরণকরছি। বৈষম্যেরবিরুদ্ধে এই গণঅভ্যুত্থানবিশ্বে বিরল। তাইবাংলাদেশে এখন বৈষম্যের কোন স্থান নেই, এখানেধর্ম, বর্ণ নির্বিশেষেসবাইসমান। তিনিবলেন, হোস্ট হিসেবে এ ধরণেরসিম্পোজিয়ামআয়োজনকরাঅবশ্যই সম্মানের। এই সিম্পোজিয়ামেরবিষয়েপ্রশাসনের পক্ষ থেকে আমরাসকলধরণেরসহযোগিতাপ্রদানের চেষ্টাকরেছি। এ ধরণেরআয়োজনশিক্ষার্থীদেরগবেষণারজন্য উৎসাহিতকরে। আমিএখনওনিজেকেএকজনশিক্ষার্থী মনেকরিএবংগবেষণারমাধ্যমে প্রতিনিয়ত শেখার চেষ্টাকরি। পরিশেষে এ ধরণেরবড়একটিসিম্পোজিয়ামসুন্দরভাবেআয়োজনেরজন্য তিনিসংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপনকরেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে অতিদরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

স্বাধীনতা পরবর্তী মহারাজা স্কুল মাইন ট্রাজেডী দিবস আজ শত শত বীর মুক্তিযোদ্ধার শাহাদত বরনের হৃদয় বিদারক ঘটনা আজও সবাইকে কাদাঁয়

ওয়ার্ল্ড ভিশনের মে মোমেন্ট বিষয়ক জুম মিটিং

বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন

ঘোড়াঘাটে বৈদ্যুতিক ফাঁ-দে জড়িয়ে এক শিশুর মৃ-ত্যু

পীরগঞ্জ নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত জেলে থাকায় উপস্থিত হতে পারেনি একজন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শংখলা ভঙ্গ রানীশংকৈল ও হরিপুর উপজেলার ৬ ইউনিয়নের ৯ জনকে দল থেকে বহিস্কার

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ৮৫৫টি বাড়ি নির্মাণ।। নিখুত কাজের জন্য প্রশংসিত উপজেলা প্রশাসন

বাংলা স্কুলে অভিভাবকদের সাথে মত বিনিময়কালে দিনাজপুর পৌর মেয়র শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক এই তিন সমন্বয়ে শিক্ষার গুনগতমান উন্নয়ন সম্ভব

“মনিমেলা” উদ্যোগে গল্পশোনা প্রতিযোগিতা