রবিবার , ২০ জুলাই ২০২৫ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জাসাস’র মানববন্ধন শহীদ জিয়া ও তারেক রহমানকে নিয়ে অবমাননা ও কুরুচিপূর্ণ মন্তব্য জনগণ সহ্য করবে না

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২০, ২০২৫ ৯:২৬ পূর্বাহ্ণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে জাসাস দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই-২০২৫) বেলা ১১ টায় নিমতলা প্রেসক্লাব সম্মুখ সড়কে দিনাজপুর জেলা জাসাস এর আয়োজনে মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচার চালানো হচ্ছে বাংলাদেশের জনগণ তা সহ্য করবে না। শহীদ জিয়া দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আজ তাকে নিয়েও মিথ্যা অপপ্রচার ও ছবি অবমাননা করা হচ্ছে। শহীদ জিয়াউর রহমান যদি বহুদলীয় গণতন্ত্র চালু না করতেন তাহলে আজকে যারা রাজনীতির নামে এসব করছেন তারা কি রাজনীতির সুযোগ পেতেন? তিনিই আপনাদের এদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছে তাকেই আপনারা অপমান করছেন। বিগত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আজ তাকে নিয়েও অনেক অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। আমরা এসবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
এ্যাড. মোফাজ্জাল হোসেন দুলাল আরও বলেন, পিআর পদ্ধতিতে ভোটের দাবী তুলে জামায়াত ও এনসিপি একত্র হয়ে নির্বাচন নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির ভোট আমরা অনেকেই বুঝি না। আজকে পিআর পদ্ধতির দাবি তুলে বির্তক সৃষ্টি করে নির্বাচনকে তারা দীর্ঘায়িত করতে চায়। তারা জানে নিবার্চন অবাধ সুষ্ঠু হলে বিএনপি নিশ্চিত বিজয় লাভ করবে, তাই তাদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বিলম্বিত করা।
দিনাজপুর জেলা জাসাস এর আহবায়ক অধ্যাপক মো. আখতারুজ্জামান আখতার-এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, খালেকুজ্জামান বাবু ও সোলায়মান মোল্লা।
দিনাজপুর জেলা জাসাসের সদস্য সচিব হুমায়ুন কবির আনাফ এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, সদস্য মো. রফিকুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ আরিফুর রহমান আরিফ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, জাসাস নেতা সিদ্দিক, নয়া মিয়া, আকরাম আলী, রাজা, শাওন, লাবু, মোবারক, আলাল, মহিলা দলের নেতৃবৃন্দ প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ও ফ্রি ব্লাড সুগার পরীক্ষার উদ্বোধন

ওয়ার্ল্ড ভিশনের মে মোমেন্ট বিষয়ক জুম মিটিং

হাবিপ্রবি ক্যাম্পাস এলাকায় ছাত্রদলের লিফলেট বিতরণ

রাণীশংকৈল বাড়ছে করোনা আক্রান্ত রোগী, হাসপাতালে নেই অক্সিজেন!

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

দিনাজপুরে শতাধিক এতিম শিশুকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও পরামর্শ প্রদান

ট্রেনে কাটা পরে বৃদ্ধের মৃত্যু

কর্মস্থলে অনুপস্থিত সহকারী শিক্ষা অফিসাররা!বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত

কর্মস্থলে অনুপস্থিত সহকারী শিক্ষা অফিসাররা!বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত

ঠাকুরগাঁওয়ে কালো জাম বিলুপ্তির পথে

করোনায় একদিনে আরও ২৩৭ জনের মৃত্যু