আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে ‘ ২৪-এর রঙে ’ গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৭ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিময় চিত্র অঙ্কন করা হয়। প্রতিযোগিতায় উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন ও গ্রাফিতিতে ২০২৪ সালের ২৪ জুলাইয়ের গণআন্দোলনের বিভিন্ন দৃশ্য চিত্রায়িত হয়। ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিচার-কিশ্লেষন করে মাধ্যমিক পর্যায়ে ৩টি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে বিজয়ী ঘোষনা করা হয়। বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান: আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, দ্বিতীয়: আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে বলরামপুর উচ্চ বিদ্যালয়। অপরদিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান: মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ, দ্বিতীয়: বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় ও তৃতীয় স্থানে লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসা। সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম জানান,জুলাই গণঅভ্যুত্থান বষূপূর্তি পালন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারকে আহবায়ক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, জুলাই বিপ্লবকে সকলকে ধারণ করতে হবে। এ বিপ্লবে শহীদদের স্মরণ করতে হবে। তাদের অবদান আমরা যেন ভুলে না যাই। জুলাই বিপ্লব ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। জুলাই যেন হারিয়ে না যায়। সবাইকে সজাগ থাকতে হবে, তবেই জুলাই বিপ্লব সার্থক হবে।