ঠাকুরগাঁও প্রতিনিধি\ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ছয় বাংলাদেশিকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
রবিবার (২০ জুলাই) ভোররাতে ওই ছয়জন দালালের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ফিরছিলেন। জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ঠাকুরগাঁও ৫০ বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ।
আটক ব্যক্তিদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে বিজিবি জানিয়েছে, তারা সবাই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ছুটিতে দেশে ফেরার উদ্দেশ্যে তারা দালালের সহায়তায় সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। ওই সময় ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ টহল দল তাদের আটক করে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীম আহমেদ বলেন, ‘আমরা ছয়জন বাংলাদেশিকে পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।’