দিনাজপুেরর বোচাগঞ্জ উপজেলার ১নং- নাফানগর ইউনিয়নের টেনা গ্রামের বসবাসকারী মোঃ রফিকুল ইসলামের পুত্র মোঃ লিমন আলী (২২)কে ২০ জুলাই রবিবার দিবাগত রাত আনুমানিক রাত ৮টা ২০মিনিট সময়ে ১০ পিছ নিষিদ্ধ টাপেনটা ডল ট্যাবলেট সহ আটক করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। এ বিষয়ে মাদক আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে। থানা সূত্রে জানা গেছে, সুলতানপুর বাজারের শান্ত ডাক্তারের বাড়ির সামনে রাস্তার উপর মাদক বেচাকেনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকারের নির্দেশে এস আই মোঃ শামীম সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে লিমন আলীকে আটক করে।