ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় পাস্তুরিত তরল দুধ ও দুগ্ধ জাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মন্ডল ডেইরি ফার্ম ও ডেইরী হাবের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
সোমবার দুপুরে ঘোড়াঘাট পৌর এলাকার সিপি রোডে মুন্সিপাড়ায় উদ্যোক্তা কৌশিক মন্ডল ফ্যাক্টরী পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় তিনি ফ্যাক্টরির পাস্তুরাইজার, হোমোজিনাইজার, অটোমেটিক প্যাকেট পাউনস মেশিন, ওয়াটার বয়লার মেশিন, ইনকিবিটার মেশিন ও ক্লোডরুম সহ ফ্যাক্টরি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.রবিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডা.আব্দুল¬াহ আল মামুন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম, চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ রায়হান আলী, ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সারোয়ার হাসান, ওসি তদন্ত শহিদুল ইসলাম প্রমূখ।