সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হিলিতে খুচরা বাজারে দাম কমল জিরার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৪, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি বৃদ্ধি পেয়েছে জিরার। এর ফলে হিলি খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে পণ্যটির। মসলা আমদানিকারকরা বলছেন, অন্যান্য পণ্য আমদানি কম হলেও ভারত থেকে জিরার আমদানি আগের থেকে কিছুটা বেড়েছে। তাই খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে। পণ্যটির দাম কমায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
সোমবার (৪ আগস্ট) সকালে হিলি মসলা খুচরা বাজার ঘুরে জানা যায়, তিন সপ্তাহের ব্যবধানে কেজিতে ৭০ টাকা দাম কমেছে জিরার। যে জিরা তিন সপ্তাহ আগে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সেই জিরা বর্তমানে ৫৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গত বছর একই এ সময়ে ১০০০ থেকে ১১০০ টাকা কেজি দরে জিরা বিক্রি হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে হিলি স্থলবন্দও দিয়ে পর্যাপ্ত পরিমাণ জিরা আমদানি হয়েছে। তাই বাজারে জিরার দাম স্বাভাবিক হতে শুরু করেছে। এক বছরের ব্যবধানে দাম অর্ধেকে নেমেছে।
আবার বিগত দুই বছর পূর্বে এই বন্দর বাজারে জিরার কেজি ছিল ২৮০ থেকে ৩০০ টাকা কেজি। জিরার আমদানি স্বাভাবিক থাকলে পূর্বের দামে ফিরবে বলে আশা করছেন মসলা ব্যবসায়ীরা।
বিরামপুর থেকে মসলা কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘হিলি বাজারে জিরার দাম অনেকটা কমে গেছে। গত দুই মাস আগে যে জিরা ৬০০ টাকার উপরে কিনেছিলাম, আজ তা কিনলাম ৫৩০ টাকা কেজি হিসেবে। দাম কম হওয়াতে এক কেজি জিরা কিনলাম।
নয়ন নামের আরেকজন ক্রেতা বলেন, ‘কোরবানির ঈদ এলেই মসলার প্রয়োজন বেশি হয়। ঈদের আগেই হিলি মসলা বাজার থেকে মসলা কিনি। তবে আজ জিরা কিনতে আসলাম। গত কোরবানির ঈদে জিরা ৬১০ টাকা কেজি কিনেছিলাম। আজ সেই জিরা ৫৩০ টাকা কেজি দরে কিনলাম। তবে আগের জিরার যে বাজার ছিল, ওই বাজার ফিরে এলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের উপকার হতো।
হিলি বাজারের খুচরা মসলা ব্যবসায়ী আওলাদ হোসেন শাওন বলেন, হিলি বন্দরে প্রচুর জিরা আমদানি হয়েছে। বর্তমানে আমদানি স্বাভাবিক রয়েছে। আবার বর্তমান মসলার বেচা বিক্রি একেবারে কম। সবমিলে কমে গেছে জিরার দাম। এভাবে আমদানি বৃদ্ধি পেলে জিরার দাম আগের দামে ফিরে আসবে

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে করোনার প্রথম টিকা নিলেন এমপি রমেশ গুজবে কান না দেবার জন্য আহবান

ঠাকুরগাঁওয়ে স্বল্প ব্যয়ে বেশি ফলন মিষ্টি কুমড়া !

​​​​​​​ইমরান খানের পাশে ওয়াসিম আকরাম-আফ্রিদি

বীরগঞ্জে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলের রাণী সাগরে অতিথি পাখি দেখতে পর্যটকদের ভীড়

বীরগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন

ঘোড়াঘাটে ট্যাবলেট সহ একজন আটক

কাব্যগ্রন্থ ‘ডাহুক ডুব’এর মোড়ক উন্মোচন ‘সুরে ছন্দে মনের ভূবন’ শীর্ষক মৌলিক গানের অনুষ্ঠানে দর্শক মাতালেন শিল্পীরা

সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী