বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনী জমি নিয়ে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৬, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৫টি প্রতিরক্ষা কলোনীর জমি সংক্রান্ত বিষয় নিয়ে সৃষ্ট পরিস্থিতির মূল কারণ উপস্থাপন এমএফআরও এর অবস্থান স্পষ্ট করা বিষয়ে গণমাধ্যম নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলার হিলির মোড় সেনা ক্যাম্পে এরিয়া সদর দপ্তর রংপুরের এমএফআরও (মিলিটারী ফ্যামিলি রিহ্যাবলিটেশন অফিস) আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থাপন করেন, এমএফআরও কর্মকর্তা মেজর নাজমুল হায়দার।
প্রেস ব্রিফিংয়ে তিনি লিখিত বক্তব্যে বলেন,উক্ত ৫টি প্রতিরক্ষা কলোনীর জমি সরকারীভাবে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীন এবং কোনভাবেই ব্যক্তি মালিকানাধীন নয়। এসব সরকারী জমি ৩ বাহিনীর (বিমান,নৌ,সেনা) কল্যাণের জন্য নিয়োজিত একটি সরকারী সংস্থা যা সম্পূর্ণ আইনানুগ ভাবে এবং প্রতিষ্ঠিত নিয়ম নীতিমালার মধ্য থেকে তার কার্যক্রম পরিচালনা করছে। আইনের ব্যত্যয় করার কিংবা আইনের বাইরে এমএফআরও এর কাজ পরিচালনা করার কোন তথ্য কিংবা প্রমাণ এখন পর্যন্ত ৫কলোনীর পক্ষ থেকে কেউ কোথাও উপস্থাপন করতে পারেনি। কিছু দালাল ও স্বার্থানে¦ষী মহল ৫ কলোনীর ১৩৭৫ একর জমি নিয়ে সাধারণ মানুষকে মিথ্যা তথ্য দিয়ে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের জমিতে বসতি স্থাপনের প্রলোভন দেখাচ্ছে। এ ধরনের কর্মকান্ডে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের বেশির ভাগ অভিযোগ ভিত্তিহীন এবং বানোয়াট বলেন তিনি। তিনি সবাইকে সচেতন এবং দায়িত্বশীল আচরণের আহবান জানান।
প্রেস ব্রিফিং উপস্থাপনকালে উপস্থিত ছিলেন, ২৫বীর সার্পোট ব্যাটেলিয়নের উপ অধিনায়ক মেজর নূর এ শহীদ ফারাবী, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, এসি ল্যান্ড আব্দুল আল মামুন কাওছার শেখ, সরকারী কৌঁসুলী এ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ওসি তদন্ত শহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চীনের অর্থায়নে এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবিতে মানববন্ধন

দেশের ইতিহাসে সর্বোচ্চ মৃত্যু-৯৬। আক্রান্ত-৫১৮৫

চিরিরবন্দরে আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান, জরিমানা

পীরগঞ্জে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা উদ্বোধন

মালদহপট্টি ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

বীরগঞ্জে ৫০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনা প্রতিরোধ কমিটির সভা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে দিনাজপুরে দুইদিনব্যাপী শিল্পকলা

বিশ্বব্যাংক প্রতিনিধি দলের প্রকল্পের মাঠ পরিদর্শন বিরলের ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা