বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারের দাফন সম্পন্ন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৭, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির সদস্য, উপজেলা কৃষকদলের আহŸায়ক ও আংগারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারের।
বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টায় উপজেলার নিজ গ্রাম দুহশুহে মনসুর মিয়ার চাতালে তাঁকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক।
এর আগে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
মৃত্যুসংবাদ পাওয়ার পর বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, উপজেলা বিএনপির আহŸায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিনসহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের পাশে গিয়ে সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ১৮ জুলাই ফজরের নামাজে যাওয়ার পথে পাকেরহাট জামে মসজিদের কাছে শরীফ উদ্দিন সরকারের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। দুই সপ্তাহ চিকিৎসা শেষে ৩ আগস্ট তিনি বাড়ি ফেরেন। এর তিনদিন পর, ৬ আগস্ট সকালে তিনি ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
জেলা বিএনপি’র শোক প্রকাশ
দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপি’র সদস্য ও কৃষক দলের আহŸায়ক এবং ৩ নম্বর আঙ্গারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দীন সরকার (৭৫) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক মোস্তফা কামাল মিলন, জেলা স্বেচ্ছাসেবক দল আহŸায়ক রাসেল আলী চৌধুরী লিমন প্রমুখ। জেলা বিএনপি’র নেতৃবৃন্দ মরহুম বীর মুক্তিযোদ্ধা খানসামা উপজেলা বিএনপি’র সদস্য শরীফ উদ্দীন সরকারের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিখ্যাত অ্যামাজনে চাকরি ডাক পেলেন হাবিপ্রবির খায়রুল বাসার

দিনাজপুরের বিভিন্ন স্কুলে ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা

বীরগঞ্জে সরিষা চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা

বিভাগীয় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন বীরগঞ্জের শাহীনুর ইসলাম

ড. এম. এ. ওয়াজেদ মিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের প্রবেশমুখে ঠাকুরগাঁওয়ে ৩ ভেন্ট বিশিষ্ট কালভার্ট ও সংযোগ সড়ক উদ্বোধন

স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সে জন্য জাতীয় ঐক্যমত কমিশন কাজ করছে ——-দিনাজপুরে ড. বদিউল আলম মজুমদার

হরিপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৪শ ভূমিহীন পরিবার

বোদায় ধর্ষণের চেষ্টায় ২ যুবকে আটক

বীরগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের হামলায় আহত ৩ জন

কাহারোলে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল মহামারিতেও বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপ থেমে নেই