বালিয়াডাঙ্গী( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গণঅধিকার পরিষদের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলায় গণঅধিকার পরিষদের উদ্যোগে গতকাল (৮ আগস্ট) শুক্রবার বিকাল ৫টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হতে একটি আনন্দ শোভাযাত্রা বেড় হয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ করে।
সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – গণঅধিকার পরিষদের ঠাকুরগাঁও-২ আসনের সম্ভব্য প্রার্থী ফারুক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীগণ।
গণধিকার পরিষদের মুখপাত্র ও ঠাকুরগাঁও-২ আসনের সম্ভাব্যপ্রার্থী ফারুক হোসেন ইতিমধ্যে এ আসনের ১৬ টি ইউনিয়নের অসংখ্য মসজিদ মাদ্রাসার অবকাঠামো অজুখানা টিউবেল ঈদগাহ মাঠের উন্নয়ন ও প্রাচীর নির্মাণ এবং তরুণ ও যুবসমাজের মাঝে খেলার সামগ্রী ক্রিকেট ফুটবল বিতরণ করেছেন। তিনি আরও বলেন, আমি এলাকার উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান।