শনিবার এফপিবি মিলনায়তনে দিনাজপুরে শিক্ষক প্রতিনিধি সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারী ও ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম।
আদর্শ শিক্ষক ফেডারেশন, দিনাজপুর জেলার সভাপতি অধ্যক্ষ মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ শামসুজ্জোহা, আদর্শ শিক্ষক ফেডারেশন, দিনাজপুর জেলার উপদেষ্টা মোঃ তৈয়ব আলী, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ও সভাপতি, বিশ^বিদ্যালয় শিক্ষক পরিষদ, হাঃ মঃ দঃ বিঃ পঃ বিঃ কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগ, অধ্যাপক ড. মোঃ শোয়াইবুর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশন, রংপুর-দিনাজপুর অঞ্চলের সদস্য অধ্যাপক মোঃ আতাউর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশন, দিনাজপুর জেলার শিক্ষা সংগঠক ও উপদেষ্টা রাজিবুর রহমান পলাশ, উপদেষ্টা অধ্যাপক আ.স.ম ইব্রাহিম, প্রভাষক মেহেরাব আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাবিবুর রহমান, সভাপতি, কলেজ শিক্ষক পরিষদ, দিনাজপুর জেলা।
কুরআন তেলাওয়াত করেন আদর্শ মাদ্রাসা শিক্ষক পরিষদ, দিনাজপুর জেলার সভাপতি প্রভাষক হাফেজ মাসুম তারিফ।