পঞ্চগড় প্রতিনিধি;
পঞ্চগড়ে আনসার ও ভিডিপির ব্ক্ষৃরোপন অভিযান শুরু হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্কে ওই বৃক্ষরোপন অভিযান শুরু করা হয়। গতকাল রোববার দুপুরে ভাতাভ‚ক্ত সদস্যদের নিয়ে বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করেন আনসার ও ভিডিপির পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী। এ সময় বোদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (পঞ্চগড় সদরের অতিরিক্ত দায়িত্বে) বিভ‚তি ভ‚ষণ প্রামানিকসহ উপজেলার প্রশিক্ষক-প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপন অভিযানে জেলা প্রশাসন ইকো পার্কে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হচ্ছে।