বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ধুলাউড়ি হাট চান্দিনার জমি নিয়ে বিরোধে এলাকাজুড়ে উত্তেজনা চলছে। অভিযোগ সুত্রে জানা যায়, ভোগনগরের ধুলাউড়ি হাট চান্দিনা জমিতে বসবাসকারী মৃত কলি মোহাম্মদের ছেলে লাল মন (৭০) এর নিকট হতে দখল স্বত হস্তান্তর পজিশন বিক্রয় দলিল মূলে ভোগদখলীয় ২ শতাংশ জমি সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া ডাকেশ্বরী গ্রামের শাহাজাহান আলীর স্ত্রী দুলালী আকতার ক্রয় করেন। লাল মন সেচ্ছায় ঘর সড়িয়ে অন্যত্র তার আত্মীয়ের বাড়িতে নিয়ে যায় এবং দুলালী কে তার দখল স্বত্ব বুঝিয়ে দেয়। পরবর্তীতে দুলালী আক্তার ১৯ এপ্রিল’২০২১ ইং দেড় ঘটিকার সময় প্রাপ্ত দখলীয় জমিতে লোকজন নিয়ে দোকান ঘর তৈরি করতে গেলে স্থানীয় কয়েকজন স্বার্থান্বেষী ব্যক্তি সংঘবদ্ধ হয়ে বাধা প্রদান করে তাদের মারপিট করার জন্য উদ্যত হয়ে প্রাণ নাশের হুমকি দেয় ও নির্মানাধীন ঘরের খুটি উপরিয়ে ফেলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ ব্যাপারে দুলালী জানায়, উক্ত জমিতে মারপিট হওয়া সহ শান্তিভঙ্গের সমুহ সম্ভবনার আশংকায় থানা পুলিশের সহায়তা চাইলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত কোন প্রতিকার না পেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।