Tuesday , 27 April 2021 | [bangla_date]

এক থোকায় ৩৮ লাউ, গ্রামবাসী অবাক!

এবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক কৃষকের বাড়িতে লাগানো মাচায় একই থোকায় ৩৮ লাউ ধরেছে। এ ঘটনায় এলাকাবাসীসহ উপজেলা কৃষিবিভাগের কর্মকর্তারাও অবাক হয়েছেন।

কৃষি বিভাগ লাউয়ের এরকম ফলনের ছবি ও তথ্য কৃষি গবেষণা ইন্সটিটিউট এ প্রেরণ করেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মো:আসাদুজ্জামান। তিনি বলেন, ইতোমধ্যেই এ বিষয়ে আমাদের জানানো হয়েছে, জিনগত সমস্যা বা অনিয়মিত ফলধারণে এরূপ হয়েছে।

তবে আরো গবেষণা প্রয়োজন বলে জানান তিনি।
এদিকে জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার গ্রামের কৃষক আব্দুস সালামের বাড়ির পিছনে লাগানো লাউগাছের একটি থোকায় ছোট বড় মিলে ৩৮টি লাউ ধরার ঘটনায় উৎসুক জনতার ঢল দেখা যায়। কৃষক আব্দুস সালামের স্ত্রী জয়নব বেগম বলেন, আমি নিজে এ লাউ গাছ লাাগাই। কিন্তু ধীরে ধীরে গাছ বড় ও পরিণত হলে প্রথম দফা এতে প্রায় ছোট বড় অর্ধশত লাউ ধরে।

আমরা নিজেরাও খেয়েছি এবং বিক্রিও করছি। তিনি বলেন, লাউ শেষ হলে ওই একটি থোকায় (গিটে) অসংখ্য ফুল পুনরায় আসে। সেই ফুল থেকে লাউ বেরিয়ে আসতে থাকে। এখন থোকার মতো করে লাউ ঝুলছে।

এতগুলো লাউ আবার ধরবে ভাবতে পারিনি।
এলাকাবাসীরা জানান, লোকমুখে শোনার পর লাউগুলো দেখতে ওই বাড়িতে বহু মানুষের আনাগোনা হয়। অনেকেই গুণে দেখেন,একটি থোকায় ছোটবড় ৩৮টি লাউ ধরেছে যার ২৫টি লাউ তুলনামূলক একটু বড়।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা মো.আসাদুজ্জামান জানান, আমি নিজে স্পটে গিয়ে ওই লাউগুলো দেখেছি। প্রথম দিকে ৪০ টি লাউ ছিল।

এখন লাউ আছে ৩৫ টি। ৪ টি লাউ বড় এগুলোর ওজন ৫০০-৭০০ গ্রাম এবং ছোটগুলোর ওজন ৫০ গ্রাম, ১০০ গ্রাম, ১৫০ গ্রাম ও ২০০ গ্রাম হবে। তবে তিনি বলেন, এখনও ঝোপার ভিতর থেকে ছোট ছোট লাউ হচ্ছে। অস্বাভাবিক এই ফলনের বিষয়ে বৈজ্ঞানিক গবেষণার জন্য ছবি তুলে জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর ও বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটে পাঠানো হলে তারা ফলাফল জানান।
তিনি বলেন, জিনগত সমস্যা বা অনিয়মিত ফলধারণে এরুপ হয়েছে বলে প্রাথমিকভাবে অধিদপ্তর জানিয়েছে। এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল ইসলাম জানান, মূলত জিনগত সমস্যার কারণে এরুপ হয়ে থাকতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দুর্যোগ মোকাবেলায় জরুরি সভা অনুষ্ঠিত

দিনাজপুরে দুইদিনব্যাপী বার্ষিক কমিউনিটি  পর্যালোচনা ও পরিকল্পনা সভা

দিনাজপুরে দুইদিনব্যাপী বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

সেতাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন

বীরগঞ্জের বৈড়বাড়ী উচ্চ বিদ্যালয়ে ছাত্র পেটানোর ঘটনায় পরীক্ষা বর্জন, অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত

খানসামায় বিনামূল্যে ছওয়াব এর অর্থায়নে নলকূপ পেল ৯৭ দরিদ্র পরিবার

বোচাগঞ্জে শ্রমিক ইউনিয়ন ২৪৫ এর শ্রমকল্যাণ উপ-কমিটি ঘোষনা ও অফিস উদ্বোধন

বীরগঞ্জে নবাগত ইউএনও জিনাত রেহানার সাথে সুধীজনদের মতবিনিময়

বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় কারারক্ষীর মৃত্যু

বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের ১৯৭১সালের যুদ্ধরত অবস্হায় বেঁচে থাকার ইতিহাস..

ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে মামলা