মঙ্গলবার , ২৭ এপ্রিল ২০২১ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এক থোকায় ৩৮ লাউ, গ্রামবাসী অবাক!

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ২৭, ২০২১ ১১:৫৯ অপরাহ্ণ

এবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক কৃষকের বাড়িতে লাগানো মাচায় একই থোকায় ৩৮ লাউ ধরেছে। এ ঘটনায় এলাকাবাসীসহ উপজেলা কৃষিবিভাগের কর্মকর্তারাও অবাক হয়েছেন।

কৃষি বিভাগ লাউয়ের এরকম ফলনের ছবি ও তথ্য কৃষি গবেষণা ইন্সটিটিউট এ প্রেরণ করেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মো:আসাদুজ্জামান। তিনি বলেন, ইতোমধ্যেই এ বিষয়ে আমাদের জানানো হয়েছে, জিনগত সমস্যা বা অনিয়মিত ফলধারণে এরূপ হয়েছে।

তবে আরো গবেষণা প্রয়োজন বলে জানান তিনি।
এদিকে জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার গ্রামের কৃষক আব্দুস সালামের বাড়ির পিছনে লাগানো লাউগাছের একটি থোকায় ছোট বড় মিলে ৩৮টি লাউ ধরার ঘটনায় উৎসুক জনতার ঢল দেখা যায়। কৃষক আব্দুস সালামের স্ত্রী জয়নব বেগম বলেন, আমি নিজে এ লাউ গাছ লাাগাই। কিন্তু ধীরে ধীরে গাছ বড় ও পরিণত হলে প্রথম দফা এতে প্রায় ছোট বড় অর্ধশত লাউ ধরে।

আমরা নিজেরাও খেয়েছি এবং বিক্রিও করছি। তিনি বলেন, লাউ শেষ হলে ওই একটি থোকায় (গিটে) অসংখ্য ফুল পুনরায় আসে। সেই ফুল থেকে লাউ বেরিয়ে আসতে থাকে। এখন থোকার মতো করে লাউ ঝুলছে।

এতগুলো লাউ আবার ধরবে ভাবতে পারিনি।
এলাকাবাসীরা জানান, লোকমুখে শোনার পর লাউগুলো দেখতে ওই বাড়িতে বহু মানুষের আনাগোনা হয়। অনেকেই গুণে দেখেন,একটি থোকায় ছোটবড় ৩৮টি লাউ ধরেছে যার ২৫টি লাউ তুলনামূলক একটু বড়।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা মো.আসাদুজ্জামান জানান, আমি নিজে স্পটে গিয়ে ওই লাউগুলো দেখেছি। প্রথম দিকে ৪০ টি লাউ ছিল।

এখন লাউ আছে ৩৫ টি। ৪ টি লাউ বড় এগুলোর ওজন ৫০০-৭০০ গ্রাম এবং ছোটগুলোর ওজন ৫০ গ্রাম, ১০০ গ্রাম, ১৫০ গ্রাম ও ২০০ গ্রাম হবে। তবে তিনি বলেন, এখনও ঝোপার ভিতর থেকে ছোট ছোট লাউ হচ্ছে। অস্বাভাবিক এই ফলনের বিষয়ে বৈজ্ঞানিক গবেষণার জন্য ছবি তুলে জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর ও বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটে পাঠানো হলে তারা ফলাফল জানান।
তিনি বলেন, জিনগত সমস্যা বা অনিয়মিত ফলধারণে এরুপ হয়েছে বলে প্রাথমিকভাবে অধিদপ্তর জানিয়েছে। এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল ইসলাম জানান, মূলত জিনগত সমস্যার কারণে এরুপ হয়ে থাকতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে তিন উপজেলায় নির্বাচন শান্তিপূর্ণ ভোট, উপস্থিতি কম

ফুলবাড়ী ট্রাজিডি দিবস পালন ফুলবাড়ীর গণআন্দোলন প্রাণ-প্রকৃতি ও জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন-অধ্যাপক আনু মোহাম্মদ

পীরগঞ্জ সরকারি কলেজের একাদশের বার্ষিক পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে

পীরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা

ফুলবাড়ীতে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ ও সংবর্ধনা প্রদান

আটোয়ারীতে আওয়ামীলীগের ক্যাম্পেইনার প্রশিক্ষণ সম্পন্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও হুইপ ইকবালুর রহিম প্রদত্ত দিনাজপুরে খ্রীষ্টান সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরন

রাণীশংকৈলে ৩ ইউপি নির্বাচনে ২০১ মনোনয়ন দাখিল : আচরণ বিধি লঙ্গন!

দিনাজপুর শিক্ষা বোর্ডের অনিয়ম আড়াল করতে অডিট টিমের ঘুষ লেনদেনের অভিযোগে দুদক অভিযান

বোচাগঞ্জে সংবেদনশীল সভা অনুষ্ঠিত