রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার উদ্যেগে ৩১মে সোমবার জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনূষ্ঠিত হয়।
সভায় পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত পৌর এলাকার সকল ৬মাস হতে ৫ বছরের শিশুদের ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়া নিশ্চিত করতে হবে। তাছাড়া ভ্রাম্যমান ক্যাম্প তৈরি করে বাস স্ট্যান্ট গুলোতে ভাসমান শিশুদের কেউ খাওয়াতে হবে। এসময় উপস্থিত ছিলেন, প্রকৌশলী এস,এম জাবেদ আলী, স্বাস্থ্য কেন্দ্রের এমটি ইপিআই নুরুজাম্মান, পৌরসভার টিকাদানকারী সুপার ভাইজার নুরবানু, টিকাদানকারী সানাউল হক ফিরোজ সহ কাউন্সিলর,পৌরসভার কর্মকর্তা, কর্মচারীরা।