শুক্রবার , ১৮ জুন ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

২০ জুন গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে বালিয়াডাঙ্গীতে ইউএনও’র প্রেস ব্রিফিং

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ১৮, ২০২১ ১০:১৩ অপরাহ্ণ

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার, দেশের ছিন্নমূল ও ভূমিহীন একটি মানুষকেও আশ্রয়ণের আওতায় এনে গৃহহীন রাখবেন না।
তারই ধারাবাহিকতায় আগামী ২০ জুন রবিবার সারাদেশে আশ্রয়ণ-২ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এক যোগে প্রায় ৫৪ হাজার ছিন্নমুল ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর,জমির কাগজ ও ঘরের চাবি স্থানান্তর করবেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

ওই দিন বালিয়াডাঙ্গী উপজেলাতেও ৮’শ পরিবারের মাঝে ঘরের চাবি ও জমি হস্তান্তর করা হবে।

এ উপলক্ষ্যে ১৮’জুন শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে একমত বিনিময় ও প্রেস ব্রিফিং করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মো.যোবায়ের হোসেন। তিনি আগামী ২০ জুন রবিবার মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঘর ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে থাকার আহ্বান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও