বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন। বুধবার সন্ধ্যায় বীরগঞ্জ থানার সঙ্গীয় ফোর্স উপজেলার শিবরাপুর ইউনিয়নের আরাজী মিলনপুর গ্রামের মোঃ আবুল কালাম আজাদের ছেলে সাজাপ্রাপ্ত আসামি আমিনুল হক কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আমিনুল হকের বিরুদ্ধে দায়রা মামলা ৬৭ (১) ১৭ ইং মামলায় সাজাপ্রাপ্ত আসামি।