পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
৭ আগষ্ট শনিবার সকালে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য ইমদাদুল হক, সাধারন সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, শাহাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মোল্লা, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালেক, ইউপি চেয়ারম্যান হিটলার হক, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক সুমন মন্ডল, ছাত্রলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সংগঠনের নেতাকর্মীরা। সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যদায় পালন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও উপজেলা আওয়ামীলীগের অফিস নির্মান কার্যক্রম বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।