বুধবার , ৪ জানুয়ারি ২০২৩ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে ১০ম স্কাউটস সমাবেশ শুরু

জানুয়ারি ৪, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ

বিকাশ ঘোষ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধ: ‘স্কাউটিং করি, সুন্দর জীবন গড়ি’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ৫ দিনব্যাপী ১০ম স্কাউটস সমাবেশ শুরু হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের উদ্বোধন অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কন্দর্প নারায়ণ রায়, সুজালপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক গোবিন্দ রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়াকুব আলী। সভা শেষে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উপজেলা স্কাউটস সম্পাদক গোবিন্দ চন্দ্র রায় জানান, এ স্কাউটস সমাবেশে খোশবুল আলম, নুরুল ইসলাম, নুরুল ইসলাম মন্টু ও মনসুর আলী নামে ৪টি সাব ক্যাম্পে ৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছেন। স্কাউট সমাবেশটি চলবে আগামী ৮ই জানুয়ারী পর্যন্ত।

আরও  

আপনার জন্য নির্বাচিত