Wednesday , 22 June 2022 | [bangla_date]

বীরগঞ্জে ভোগনগর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে মজিবুর সভাপতি ও হরিপদ সাধারণ সম্পাদক নির্বাচত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে ৩য় ধাপে উপজেলার ভোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে আলহাজ্ব মজিবুর রহমান সভাপতি ও হরিপদ রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। মঙ্গলবার (২১ জুন ২০২২) বীরগঞ্জ উপজেলার ভোগনগর কবিরাজহাট বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগ ৮নং ভোগনগর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয়, সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। কাউন্সিলের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলের উদ্বোধক আলহাজ্ব জাকারিয়া জাকা।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত নুর ইসলাম নুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজু । এসময় পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল,
কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য আবু হুসেইন বিপু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল খাইয়ের, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী,প্রচার সম্পাদক হরিশ চন্দ্র মিঠু,শ্রম বিষয় সম্পাদক দেবেন কুমার সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম জুয়েল,আওয়ামী যুবলীগের সভাপতি নুয়াইস সাঈদ, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোর্শেদসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাউন্সিলে আগামী তিন বছরের জন্য ২শ ৪৩ ভোটারের মধ্যে ২শ ৩৯ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য ভোট প্রয়োগ করেন। ভোট গণনার পর রাত সাড়ে ১০ টায় ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে ভোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ভোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মমতাজুল করিম পেয়েছেন ১১১ ভোট। ও সাধারণ সম্পাদক পদে হরিপদ রায় ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক পেয়েছেন ৫৩ ভোট। সংগঠনকে শক্তিশালী করে এগিয়ে নিতে খুব শীঘ্রই ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা

​স্কুল-কলেজে সপ্তাহে একদিন ক্লাস: শিক্ষা উপমন্ত্রী

রংপুরে প্রধানমন্ত্রীর বিভাগীয় জনসভা আজ দিনাজপুর থেকে ট্রেন, বাস, মোটরসাইকেলে লক্ষাধিক নেতাকর্মী জনসভায় যাবেন

পীরগঞ্জে প্রতিবন্ধীদের সরকারী সেবায় অধিকরতর অন্তর্ভূক্তি বিষয়ে কর্মশাল

দিনাজপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন চাষ

আটোয়ারীতে মির্জা গোলাম হাফিজ-এর ২০তম মৃত্যু বার্ষিকী পালিত

রাণীশংকৈলে ফসলের জমিতে ইঁদুরের আক্রমণ, দিশেহারা কৃষক

খানসামায় নদীতে রাবার ড্যাম ও খাল খনন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন, হাজারো কৃষকের স্বপ্ন পূরণ

বিষপান করা সেই কিশোরের দায়িত্ব নিলেন ব্যারিস্টার সুমন !

ওয়ার্ল্ড ভিশনের কৈকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে ইউএনও কাহারোল মা ও শিশু পুষ্টির উন্নয়নে গ্রামগুলো এখন মডেল হিসেবে কাজ করছে