Thursday , 19 January 2023 | [bangla_date]

পীরগঞ্জের জাবরহাটে শেখ কামাল আন্ত: স্কুল মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা উদ্বোধন

মো: রেজাউল করিম, পীরগঞ্জ, (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অদ্য ১৯ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় হাটপাড়া করনাই মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কর্তৃক আয়োজিত শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগীতার শুভ উদ্বোধন করা হয়।

শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস সারাদেশের ছাত্র-ছাত্রীর অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে গত শনিবার দেশব্যাপি শুরু হয়েছে ‘শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’।

দেশের ৬৪টি জেলা ও ৮টি বিভাগের মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সকল শিক্ষার্থীরা এতে অংশ নেবেন বলে আশা করছে ফেডারেশন।

তারই ধারাবাহিকতায় অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো: কামাল মোস্তফার সঞ্চালনায় এবং অধ্যক্ষ জনাব মো: আব্দুল বারী এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখা আলহাজ্ব আখতারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী, এবং প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শ্রেণি ভিত্তিক ক ও খ’ গ্রুপে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহন করে যথাক্রমে রহমত আলী, মুসফিকা আক্তার ও মোনাইম হোসেন প্রথম এবং নুর আলম, শাহানাজ পারভীন, মোসাদ্দেক হোসেন দ্বিতীয় ও নাসির উদ্দীন, কাশমিরা খাতুন ও আজহারুল ইসলাম তৃতীয় স্থানে উর্ত্তীন হয়।

জানা যায় অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ইউনিয়ন ও উপজেলা পর্যায়। জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে ১ থেকে ৫ ফেব্রুয়ারি। এবং আগামী ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে লিচুর ফুল থেকে মধু সংগ্রহে লাভবান চাষিরা

বীরগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত

কাহারোলে পণ্যের মূল্যে অতিরিক্ত নেওয়ায় মুদি দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে ভুয়া চিকিৎসককে জরিমানা

কাহারোলে বিদ্যুতের পিলার রেখে ড্রেন নির্মাণ

শোক সংবাদ ।। ঠাকুরগাঁওয়ে সাবেক মেয়রের মৃত্যু ৷

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে ১০০০ পিস মাস্ক বিতরণ

চিরিরবন্দরে র‌্যাবের সহযোগিতায় মৃত্যু দন্ডাদেশপ্রাপ্ত ও ৩ মাসের সাজাপ্রাপ্ত দুই আসামী আটক

বৈশাখী মেলার সমাপনী ও লালন বিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ সভা