Friday , 3 February 2023 | [bangla_date]

স্বর্গীয় স্বপ্না দাস শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু

স্বর্গীয় স্বপ্না দাস শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু
আর্থিক সহযোগিতা না পাওয়ার কারণে মেধাবী
শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝড়ে না পড়ে
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, আর্থিক সহযোগিতা না পাওয়ার কারণে কোন মেধাবী শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝড়ে না পড়ে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বৃত্তশালী ব্যক্তিদের এব্যাপারে এগিয়ে আসতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, এই শিক্ষাবৃত্তির টাকা দিয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।
বৃহস্পতিবার দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুল (বাংলা স্কুল) এর হলরুমে মোহন কুমার দাস স্মৃতি সংসদ দিনাজপুর এর আয়োজনে প্রথম স্বর্গীয়া স্বপ্না দাস শিক্ষাবৃত্তি-২০২৩ প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষাক মোঃ নেজামুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে মোহন কুমার দাস স্মৃতি সংসদের আহবায়ক কাশী কুমার দাস বলেন, এবার আমরা প্রথম শিক্ষাবৃত্তি চালু করেছি। আগামীতে স্বর্গীয় স্বপ্না দাস শিক্ষা বৃত্তি প্রদানের পাশাপাশি জনকল্যাণমূলক সামাজিক কর্মকান্ড বাস্তবায়ন করব। এতে দিনাজপুরবাসী উপকৃত হবে।
শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট কলামিস্ট, গবেষক ও মোহন কুমার স্মৃতি সংসদের সদস্য মোঃ জোবায়ের আলী জুয়েল বলেন, মোহন কুমার দাস একজন নাট্য পরিচালক, নাট্য অভিনেতা ছিলেন তা আমাদের প্রজন্মকে জানাতে হবে।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন বলেন, প্রতিটি শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া চর্চা করতে হবে। এসময় উপস্থিত ছিলেন মোহন কুমার দাসের বোন উষা রানী দাস ও ফরক্কাবদ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ কাওসার আলী। প্রধান অতিথি স্বরূপ বকসী বাচ্চু শিক্ষার্থীদের মাঝে স্বর্গীয় স্বপ্না দাস শিক্ষাবৃত্তি প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের লটারি সুষ্ঠুভাবে সম্পন্ন

আটোয়ারীতে প্রতিবন্ধীদের মাঝে ভ্রাম্যমান থেরাপি ভ্যান সেবা ক্যাম্পেইন

বীরগঞ্জে পেঁয়াজ বীজের চাষ, দিন বদলের আশায় চাষিরা

ঠাকুরগাঁওয়ে করোনায় বৃদ্ধের মৃত্যু

আদালতের রায়ে বোচাগঞ্জ উপজেলা  প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

আদালতের রায়ে বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

হাবিপ্রবির সাথে এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি লি.এর সমঝোতা স্মারক স্বাক্ষর

ওয়ার্ল্ড ভিশনের পরিকল্পনা প্রনয়ণ সভায় সদর ইউএনও অংশগ্রহন মূলক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে সকলকে এগিয়ে আসতে হবে

দিনাজপুরে বিটিসভাই নাম খ্যাত এক মাদক-কারবারি আটক

রাণীশংকৈলে সাংবাদিকের পিতা নজরুল আর নেই