Friday , 3 February 2023 | [bangla_date]

স্বর্গীয় স্বপ্না দাস শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু

স্বর্গীয় স্বপ্না দাস শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু
আর্থিক সহযোগিতা না পাওয়ার কারণে মেধাবী
শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝড়ে না পড়ে
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, আর্থিক সহযোগিতা না পাওয়ার কারণে কোন মেধাবী শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝড়ে না পড়ে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বৃত্তশালী ব্যক্তিদের এব্যাপারে এগিয়ে আসতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, এই শিক্ষাবৃত্তির টাকা দিয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।
বৃহস্পতিবার দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুল (বাংলা স্কুল) এর হলরুমে মোহন কুমার দাস স্মৃতি সংসদ দিনাজপুর এর আয়োজনে প্রথম স্বর্গীয়া স্বপ্না দাস শিক্ষাবৃত্তি-২০২৩ প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষাক মোঃ নেজামুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে মোহন কুমার দাস স্মৃতি সংসদের আহবায়ক কাশী কুমার দাস বলেন, এবার আমরা প্রথম শিক্ষাবৃত্তি চালু করেছি। আগামীতে স্বর্গীয় স্বপ্না দাস শিক্ষা বৃত্তি প্রদানের পাশাপাশি জনকল্যাণমূলক সামাজিক কর্মকান্ড বাস্তবায়ন করব। এতে দিনাজপুরবাসী উপকৃত হবে।
শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট কলামিস্ট, গবেষক ও মোহন কুমার স্মৃতি সংসদের সদস্য মোঃ জোবায়ের আলী জুয়েল বলেন, মোহন কুমার দাস একজন নাট্য পরিচালক, নাট্য অভিনেতা ছিলেন তা আমাদের প্রজন্মকে জানাতে হবে।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন বলেন, প্রতিটি শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া চর্চা করতে হবে। এসময় উপস্থিত ছিলেন মোহন কুমার দাসের বোন উষা রানী দাস ও ফরক্কাবদ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ কাওসার আলী। প্রধান অতিথি স্বরূপ বকসী বাচ্চু শিক্ষার্থীদের মাঝে স্বর্গীয় স্বপ্না দাস শিক্ষাবৃত্তি প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় (বাংলা স্কুল) এর বার্ষিক ফলাফল প্রকাশ- অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের বিভাগীয় সম্মেলনে এমডি শ্রেণীকৃত ও অবলপনকৃত ঋণ আদায়ে গ্রাহক সেবার মান বাড়াতে হবে

চাকুরী জাতীয়করণের দাবীতে আটায়ারীতেএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁও ১ আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা মোল্লার মতবিনিম সভায় বাধার অভিযোগ

তেঁতুলিয়ায় সীমান্তের ১২শ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই

জাতীয় পরিসংখ্যান দিবস পালিত বিশ্ব এখন পরিসংখ্যান বিষয়ে অনেক উন্নত/ জেলা প্রশাসক

নক্শী হোটেল এন্ড চাইনিজ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ন্যাচারাল ডাইং প্রশিক্ষণ ও সার্টিফিকেট বিতরণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টিউবওয়েল বিতরণ