Friday , 20 October 2023 | [bangla_date]

বিরামপুরে নিজ বাড়ীর সামনে সবজী ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি\দিনাজপুরের বিরামপুরে হাবিবুর রহমান (হিটলার) নামে এক সবজী ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। তার লাশটি নিজ বাড়ীর দরজার সামনে থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে বিরামপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের চাঁদপুর মহল্লার (দক্ষিণপাড়া) নিজ বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত হাবিবুর রহমান (হিটলার) (৪৫) বিরামপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের চাঁদপুর মহল্লার (দক্ষিণপাড়া) মনছের আলীর ছেলে।
তিনি নবাবগঞ্জ উপজেলার কেন্দুয়া গ্রাম থেকে এসে প্রায় ৩৫বছর যাবত বিরামপুরের ওই মহল্লায় বসবাস করছেন। সে পেশায় একজন সবজি ব্যবসায়ী। সে বিরামপুর পৌর শহরের কলেজ বাজার বটতলী এলাকায় সবজির ব্যবসা করতেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে ।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, হাবিবুর রহমান দোকানের কাজ শেষে প্রতিদিনের ন্যায় রাতে বাড়ি ফেরেন। বুধবার রাতে বাড়ি ফিরে রাতের খাবার খান। খাবার শেষে দিবাগত রাত ১২টার দিকে একটু বাড়ির বাইরে যান। সবাই ঘুমিয়ে পড়ায় রাতে আর কেউ তার খোঁজ নেয়নি। বৃহস্পতিবার ভোরে হাবিবুর রহমানের স্ত্রী ঘুম থেকে ওঠে দেখেন তার স্বামী বাড়িতে নেই। তখন তার ছেলে ফজরের নামাজ পড়ার জন্য বাড়ির দরজা খুলতে গিয়ে দেখেন, দরজা বাইরে থেকে বন্ধ। পরে তাঁদের ছেলে আলফাদ হোসেন (১০) দেয়াল টপকে বাড়ির বাইরে গিয়ে দরজার সামনে বাবার লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। দুর্বৃত্তরা সম্ভবত তাঁকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। কেন বা কি কারণে এ ঘটনা ঘটেছে এখনো জানা যায়নি। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
হরিপুরে কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

হরিপুরে কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

বোচাগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি

আপনাদের নিয়ে সুন্দর পরিচ্ছন্ন ও নন্দিত পৌরসভা গঠন করবো ————দায়িত্বভার গ্রহণের সময় রাণীশংকৈলে মেয়র মোস্তাক

ঐতিহ্যবাহী হা-ডু-ডু’র ফাইনাল খেলা উপভোগ করতে দর্শকের ভিড়

পাকেরহটে রাস্তা দখল করে মাছ বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ

ঠাকুরগাঁওয়ে সাপ খেলা প্রতিযোগিতা

বীরগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধ*র্ষণ মামলায় শিক্ষক গ্রে*প্তার

ফুলবাড়ীতে বিজিবি কতৃক সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

বোচাগঞ্জে মুলদুয়ার প্রাথমিক বিদ্যালয়ে আন্ত স্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুরে কসবা গোরস্থান জামে মসজিদ-এর তৃতীয় তলা ছাদ ঢালাই কাজে উদ্বোধন