তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র যৌথ আয়োজনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৫৪ উদ্যোক্তাদের মাঝে ৭ ক্যাটাগরিতে উপকরনসহ প্রায় ১২ লক্ষ টাকার অনুদান বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র মহানন্দা কটেজ এর হলরুমে উক্ত উদ্যোক্তাদের মাঝে উপকরণ ও নগদ অনুদান প্রদান করেন।
বাঁশের কঞ্চি কলম ও কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে প্রক্রিয়াজাত প্রদর্শনী, আধুনিক ইরিগেশন সিস্টেম উন্নয়ন, নার্সারিতে আধুনিক সেচ ব্যবস্থা উন্নয়ন, আধুনিক মেশিনারিজ ক্রয়ে সহায়তা, নতুন পণ্য উৎপাদন ভার্মি /ট্রাইকো কম্পোস্ট, নেটিং সহায়তা, উদ্যোক্তাদের শোভন কর্ম পরিবেশ উন্নয়ন করণে ৭ ক্যাটাগরীতে উপকরণ ও নগদ অনুদান প্রদান করেন।
কৃষিবিদ কল্যাণ মহন্ত প্রকল্প ব্যাবস্থাপক আরএমটিপি ইএসডিও’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোনাল ম্যানেজার আনোয়ার হোসেন, এরিয়া ম্যানেজার নগেন্দ্রনাথ রায়, শাখা ব্যাবস্থাপক অলিয়ার রহমান। এই সময় আরো উপস্থিত ছিলেন আশাদুর রহমান সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলেটর।
উপকারভোগী ওয়াজেদ আলী বলেন, আমি আয়ূবেদিক একটি তেল উৎপাদন করি। ইএসডিও’র সহযোগীতায় এগিয়ে যাচ্ছি। ইএসডিও সহযোগীতা না করলে এত দুরে যাওয়া সম্ভব হতো না।
উপকারভোগী কুদ্দুস ও মফিজুল হক বলেন, ইএসডিও’র অনুদান না পেলে, আজকে আমরা স্বাবলম্বী হতে পারতাম না।


















