Thursday , 11 July 2024 | [bangla_date]

বীরগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকাকে অনশনে দেখা গেছে।

বুধবার ১০ জুলাই’২০২৪ বিকেল ৫টার দিকে এ রিপোর্ট লেখার সময় প্রেমিকের বাড়িতে অবস্থান করছিল প্রেমিকা।

ওই দিন দুপুর ৩টা থেকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের শম্ভুগাঁও গ্রামের সন্তোষ চক্রবর্তির ছেলে প্রেমিক গৌতম চক্রবর্তী’র বাড়িতে অনশন শুরু করে প্রেমিকা।

জানা যায় ৮ বছর আগে একই কলেজে একাদশ শ্রেণিতে পড়ার সময় গৌতম চক্রবর্তী’র সঙ্গে দেখা ওই কলেজ ছাত্রীর (প্রেমিকা)’র।

পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

প্রেমিক গৌতমের পরিবার মেনে না নেওয়ায় অনশন শুরু করেছে প্রেমিকা।

এদিকে প্রেমিকা আসার পর গৌতম বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করেছে।

এলাকাবাসী ও গৌতমের পরিবার সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর বলেন, ছেলের সঙ্গে কথা বলেই মেয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে।

ইউপি সদস্যের সাথে ছেলের বাবা সন্তোষ চক্রবর্তী ও মামা নারায়ন গোস্বামিসহ অনেকে চরম দূর্ব্যবহার করেছে।

কিন্তু কলেজ ছাত্রী আসার পর ছেলে পালিয়েছে যায়। অসহায় মেয়েটিকে ছেলের পরিবারের লোকজন নানাভাবে অপমান করেছে।

মেয়েটি ছেলের বাড়িতেই রয়েছে, ছেলে-মেয়ে এরা দু’জনেই পুর্ন বয়স্ক, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, বিয়েতে কোন বাধা নেই। সমঝোতা না হলে আইনের আশ্রয় নিতে পারবে মেয়ে পক্ষ।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেন নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পৌনে তিনশ’ বছর ধরে চলে আসা  ঐতিহাসিক কান্তজিউ রাস মেলা যেন ভক্তদের মিলন মেলা

পৌনে তিনশ’ বছর ধরে চলে আসা ঐতিহাসিক কান্তজিউ রাস মেলা যেন ভক্তদের মিলন মেলা

নবাবগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাণীশংকৈলে ২০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার- ৩

বীরগঞ্জে ট্রাক ও অটোচার্জার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত

ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনারের সহধর্মীনি এলে রাজ দেবোত্ত এস্টেটের পক্ষে সংবর্ধনা প্রদান

টানা ৮ দিন ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু

কোরবানির মাঠ কাপাবে চিরিরবন্দরে ৪০ মণের ‘সম্রাট’

“তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক” শীর্ষক শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা

সড়ক দূর্ঘটনা নিরাপত্তা ও পানিতে ডুবা বিষয়ক কর্মশালা

বীরগঞ্জে সামাজিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা সভা