বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১১, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকাকে অনশনে দেখা গেছে।

বুধবার ১০ জুলাই’২০২৪ বিকেল ৫টার দিকে এ রিপোর্ট লেখার সময় প্রেমিকের বাড়িতে অবস্থান করছিল প্রেমিকা।

ওই দিন দুপুর ৩টা থেকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের শম্ভুগাঁও গ্রামের সন্তোষ চক্রবর্তির ছেলে প্রেমিক গৌতম চক্রবর্তী’র বাড়িতে অনশন শুরু করে প্রেমিকা।

জানা যায় ৮ বছর আগে একই কলেজে একাদশ শ্রেণিতে পড়ার সময় গৌতম চক্রবর্তী’র সঙ্গে দেখা ওই কলেজ ছাত্রীর (প্রেমিকা)’র।

পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

প্রেমিক গৌতমের পরিবার মেনে না নেওয়ায় অনশন শুরু করেছে প্রেমিকা।

এদিকে প্রেমিকা আসার পর গৌতম বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করেছে।

এলাকাবাসী ও গৌতমের পরিবার সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর বলেন, ছেলের সঙ্গে কথা বলেই মেয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে।

ইউপি সদস্যের সাথে ছেলের বাবা সন্তোষ চক্রবর্তী ও মামা নারায়ন গোস্বামিসহ অনেকে চরম দূর্ব্যবহার করেছে।

কিন্তু কলেজ ছাত্রী আসার পর ছেলে পালিয়েছে যায়। অসহায় মেয়েটিকে ছেলের পরিবারের লোকজন নানাভাবে অপমান করেছে।

মেয়েটি ছেলের বাড়িতেই রয়েছে, ছেলে-মেয়ে এরা দু’জনেই পুর্ন বয়স্ক, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, বিয়েতে কোন বাধা নেই। সমঝোতা না হলে আইনের আশ্রয় নিতে পারবে মেয়ে পক্ষ।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেন নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জিয়া হার্ট ফাউন্ডেশনের লিকুইড মেডিকেল অক্সিজেন গ্যাস প্ল্যান্টের মাধ্যমে অক্সিজেন সরবরাহ উদ্বোধন

লকডাউনে চলছে হরিপুর সাব-রেজিষ্ট্রার অফিস, নেই কোনো সামাজিক দুরুত্বের বালাই

ঊর্বশী ফোরামের এবারের আকর্ষণ বিন্দু কণা’র নতুন গান ‘ফাগুন আইলো ফুলবাগানে’

২৮ জানুয়ারির মধ্যেই এইচএসসি’র ফল প্রকাশ’

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯-১০ এর মধ্যে ওঠানামা করছে হাড়কাঁপানো শীত, শৈত্যপ্রবাহ

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নয়শীল দেশে উত্তরণ উপলক্ষে বীরগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

রাণীশংকৈলে উপজেলা সিএসও ‘র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্ত লোকজনের মানববন্ধন ও আলটিমেটাম

বীরগঞ্জ উপজেলার ১৬০ পূজা মণ্ডপে ১১২০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রযেছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়, রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে –নৌ প্রতিমন্ত্রী খালিদ