শুক্রবার , ১ আগস্ট ২০২৫ | ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারী উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি’র বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ণ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমিকে পদোন্নতিজনিত বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। অফিসার্স ক্লাবের আয়োজনে বুধবার ( ৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং বিদায়ী মৎস্য কর্মকর্তার স্মৃতিচারণমূলক স্বাগত বক্তব্য রাখেন। বিদায়ী মৎস্য কর্মকর্তার স্মৃতিচারণ সহ নিজস্ব অনুভুতি ব্যক্ত করে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল প্রমুখ। বক্তারা বলেন, বিদায়ী উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মনীরা সুমি একজন দক্ষ কর্মী, তিনি কাজের প্রতি আন্তরিক। তিনি সকল মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে আন্তরিকভবে সুন্দর আচরণের মাধ্যমে সেবা দিয়েছেন।
বিদায়ী মৎস্য কর্মকর্তা আবেগাপ্লুত হয়ে বলেন, আটোয়ারীতে মৎস্য সম্পদ উন্নয়নের চেষ্টা করেছি। দায়িত্ব পালনে অনেকেই সহযোগিতা করেছেন, সে কারণে সকলের প্রতি কৃতজ্ঞ। পরবর্তী কর্মস্থলে যেন আরো ভালো করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন। তিনি আবেগাপ্লুত হয়ে তার দু’টি শিশু সন্তান ও পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
সিরাজাম মুনীরা সুমি আটোয়ারীতে ২ বছর ১০ মাস দায়িত্ব পালন করে তার কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের গুণে তিনি একজন জনবান্ধব মৎস্য কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছেন। আলোচনা শেষে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী মৎস্য কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক সহ উপহার সামগ্রী প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে মুজিব পরিবারের ম্যুরাল ও নামফলক মুছে দিলো শিক্ষার্থীরা

বর্তমান সরকারের ডিজিটাল সেবা প্রদান সবার মাঝে পৌছে যাচ্ছে –রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন– প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দিনাজপুর অঞ্চলে ত্রিশ সালের মধ্যে সাত লক্ষ স্কাউট তৈরীর লক্ষ্যে কর্মশালা

ব্রেন টিউমারে আক্রান্ত শিশু শিমলার বাঁচার আকুতি, বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন

সেতাবগঞ্জ পৌরসভার নতুন মেয়র অাসলামকে পৌর অাওয়ামী লীগের সংবর্ধনা প্রদান

পীরগঞ্জ থানার ওসি’র মোবাইল নম্বর ক্লোন করে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর নিকট টাকা দাবি

হিলিতে মানববন্ধন, ২ ঘন্টা আমদানি-রপ্তানি বন্ধ

পুলিশের গাড়ি ভাঙচুরের পুরোনো ভিডিও দিয়ে গুজব ছড়ানো হচ্ছে: ডিএমপি

ঠাকুরগাঁওয়ে টুর্নামেন্ট ঐতিহ্যের হাডুডু ফেরাতে !