বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের ভর্তি ও ফরম ফিলাপে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সরকারি বিধির বাইরেও অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, সেতাবগঞ্জ সরকারি কলেজে ¯œাতক (সম্মান) শ্রেণীতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বাংলা, রাষ্টবিজ্ঞান, সমাজ বিজ্ঞান সহ ৮টি বিভাগে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফি বাবদ এক হাজার টাকা, বেতন প্রতিমাসে ৭০ করে ১ বছরের বেতন ৮শত ৪০ টাকা, জাতীয় বিশ^বিদ্যালয় ফি ৪শত ৮৫ টাকা, ধর্ম ও সমাজ কল্যান ১শত টাকা, সেশন চার্জ ৪শত টাকা, খেলাধুলা ১শত টাকা, রোভার্স এন্ড গালর্স গাইড ৫০ টাকা, বিএনসিসি ৫০ টাকা, সাইকেল ষ্ট্যান্ড ১শত টাকা, পরিচয় পত্র ১শত টাকা, সেমিনার ফি ৫শত টাকা, কলেজ উন্নয়ন ফি ১ হাজার টাকা, লাইব্রেরী ফি ১শত টাকা, দরিদ্র তহবীল ১শত টাকা, পৌরকর ও বিদ্যূত ফি ২শত ৭৫ টাকা, বিবিধ ২শত টাকা সর্বমোট ৫ হাজার ৫শত টাকা অনার্সে ভতিচ্ছুক প্রতিটি শিক্ষার্থীকে কলেজ ফান্ডে জমা দিতে হচ্ছে। একই শিক্ষার্থীকে প্রতি বছর ফরম ফিলাপের জন্য গুনতে হচ্ছে একই নিয়মে ৪ হাজার ৪শত ৫০ টাকা। সেখানে আবারও শিক্ষার্থীদের কাছ থেকে পৌরকর বিদ্যূৎ ও টেলিফোন বিল বাবদ ২শত টাকা, কলেজ উন্নয়ন ফি ৫শত টাকা, সাইকেল ষ্ট্যান্ড ফি ১শত টাকা, ধর্ম ও সাংস্কৃতি ২শত টাকা ও বিবিধ ৪শত টাকা বাধ্যতামূলক দিতে হচ্ছে। এই নিয়ে শিক্ষার্থীদের মাঝে চাপা অসন্তোষ বিরাজ করছে। কেননা একই শিক্ষার্থীকে প্রতি বছর অতিরিক্ত এই টাকা কলেজ ফান্ডে জমা দিতে হচ্ছে। শিক্ষার্থীরা দাবী করেন একটি সরকারি কলেজে মাসিক বেতন ২৫ টাকা হওয়ার কথা থাকলেও নেয়া হচ্ছে ৭০ টাকা, কলেজ উন্নয়ন ফির নামে নেয়া হচ্ছে ১ হাজার ৫শত টাকা যা একজন সাধারন শিক্ষার্থীর জন্য দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। যা একজন গরীব শিক্ষার্থীকে উক্ত টাকা যোগার করতে গিয়ে চরম হিমশীম খেতে হচ্ছে।
এবিষয়ে সেতাবগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন এর সাথে কথা বললে তিনি জানান, ফরম ফিলাপ ও ভর্তির বিষয়ে যে অর্থ গ্রহন করা হচ্ছে তা নিয়মের মধ্যে করা হচ্ছে। কোন অতিরিক্ত টাকা গ্রহন করা হচ্ছে না।