রবিবার , ১৬ জুলাই ২০২৩ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে নির্মাণাধীন সেতুর গার্ডার ভেঙে পড়ল নদীতে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৬, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে কাঁকড়া নদীতে নির্মাণাধীন সেতুর ক্রস গার্ডার ভেঙে নদীতে পড়েছে। গত ১৫ জুলাই সকালে সেতুর ৪ নম্বর ক্রস গার্ডারটি ভেঙে যায়। সেসময় সেখানে লোকজন না থাকার কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০-২৫ দিন পূর্বে ওই গার্ডারটির ঢালাই কাজ শেষ হয়। এরমধ্যে কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে অবশিষ্ট সেতুর নির্মাণ কাজও বন্ধ রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ সেতুর নির্মাণ কাজ করছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, ২০১৭ সালের অক্টোবর মাসে কাঁকড়া নদীর ওপরে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। ১৭৫ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় ১৪ কোটি ৮৩ লাখ ৬৪ হাজার টাকা। সেতুটি নির্মাণের দায়িত্ব পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান সুরমা কনস্ট্রাকশন লিমিটেড নামের প্রতিষ্ঠান। ২০১৯ সালের এপ্রিল মাসে এ সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ৪ বছর অতিবাহিত হয়ে গেলেও এখনো ৪০ শতাংশ কাজ অবশিষ্ট রয়েছে।
কাঁকড়া নদী চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নহে দু’ভাগে বিভক্ত করেছে। বর্ষা মৌসুমে নৌকা এবং শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই ওই ইউনিয়নেরসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। স্থানীয় মানুষের দূর্ভোগ ও হয়রানী লাঘবে ২০১৭ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী এমপি সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এতে খুশি হন ভিয়াইল ইউনিয়নবাসী। সেতুটি নির্মাণের মেয়াদকাল শেষ হওয়ার কিছুদিন পূর্বেই কাজ বন্ধ করে দেন ঠিকাদারি প্রতিষ্ঠান। মাস দুয়েক আগে পুনরায় সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু বর্ষা মৌসুম শুরু হওয়ায় কাজ বন্ধ করেন ঠিকাদার।
কাঁকড়া নদীর ভিয়াইল ঘাটের মাঝি নৌকার মাঝি জাকিরুল ইসলাম বলেন, ‘সকালে ঘাটে নৌকা নিয়ে আসছি। সকাল আনুমানিক ১০টার দিকে ব্রিজের গার্ডার ভেঙে নদীর পানিতে পড়ে যায়। ভাগ্যিস সেখানে মানুষজন ছিলেন না। মানুষজন থাকলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। ঠিকাদার শুষ্ক মৌসুমে কাজ না করে বর্ষা মৌসুমে সেতুর নির্মাণ কাজ শুরু করলেন। কয়েকদিন আগেই ঢালাই দিয়েছেন। নদীতে পানির স্রোতও অনেক বেশি। এ কারণেও হয়তোবা গার্ডারটি ভেঙে পড়েছে।’
স্থানীয় মো. এজামুল ইসলাম বলেন, ‘কোরবানির ঈদের কয়েকদিন আগে সেতুটির ৪ নম্বর গার্ডারের ঢালাই করা হয়েছে। এখনো এক মাসও হয়নি। কী মানের কাজ করেছে যে গার্ডার ভেঙে পড়ল? এখনো নির্মাণ কাজই শেষ হয়নি, তাতেই এই অবস্থা। তাহলে টেকসই কেমন হবে? এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে অবহেলা রয়েছে। অনেক আগেই সেতু নির্মাণের কাজ শেষ হওয়ার কথা। এখনো কাজ শেষ হয় না কেন?’
ঠিকাদারি প্রতিষ্ঠান সুরমা কনস্ট্রাকশনের প্রতিনিধি জাকির হোসেন মুঠোফোনে জানান, গার্ডার ভাঙেনি। ষ্টেজের ওপর থেকে গার্ডার উল্টে পড়েছে। তা ছাড়াও কাজ এখনো শেষ হয়নি। তিনি আরো জানান, কাজের ৫০ শতাংশ টাকা পেয়েছেন। সম্প্রতি নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায় কাজের গতি কমে গেছে। ইতিমধ্যে ৮০ শতাংশ কাজ হয়েছে। অবশিষ্ট কাজ খুব স্বল্প সময়ের মধ্যে শেষ করা হবে।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. কবিরউদ্দিন বলেন, বিষয়টি অবগত হয়েছি। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতের গতিও বেশি। কলামের নিচ থেকে মাটি অপসারণ হয়ে যাওয়ার কারণে এমনটি ঘটতে পারে। গার্ডার ভাঙেনি। ষ্টেজ থেকে উল্টে পড়েছে। এখানে নির্মাণের কোনো ত্রুটি হওয়ার কথা নয়। তারপরেও আমরা বিষয়টি দেখছি। নির্মাণের প্রতিটি অংশ যাচাই ও পরীক্ষা করে ঠিকাদারকে বিল দেয়া হয়। সামান্য ত্রুটি থাকলেও এর দায়ভার ঠিকাদারের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে দ্রুত গতিতে এগিয়ে চলছে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ

বোচাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের মামলায় উপজেলা চেয়ারম্যান আফছার আলী আটক

ঠাকুরগাঁও-এ সন্মিলিত সামাজিক আন্দোলন-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীন সমম্বয় পরিষদের মতবিনিময়

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম আব্দুর রহিম এর সহধর্মিনী মরহুমা নাজমা রহিমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

বিরলে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্ণামেন্ট’র  চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ

বিরলে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্ণামেন্ট’র চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ

হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য পাইথন অ্যাপ্লিকেশনস (মডিউল-২)এর উপর প্রশিক্ষণ কর্মশালা

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে পৌর বিএনপির আয়োজনে ৬টি স্থানে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

মায়ের সাথে নানার বাড়ি যাওয়া হলো না শিশু অনু’র

করোনা জয়ী এমপি গোপালকে ফুলেল শুভেচ্ছা