শুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ণ

আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার রংপুর বিভাগীয রোডমার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেল রোডস্থ দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি রংপুরে বিভাগীয় রোডমার্চ সফল করতে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। রোডমার্চে নেতাকর্মীদের অংমগ্রহণ নিশ্চিত করতে দলের প্রতিটি ইউনিটকে পরামর্শ দেন।
বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয কমিটির যুগ্ম সম্পাদক মোঃ নুরুল হুদা বাবু।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিযার আহমেদ কচি।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তিন হাজার মোটরসাইকেল রোডমার্চে অংশগ্রহণ করবে।
দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইফুল আযম সোহেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল জেলা শাখার যুগ্ম আহবায়ক আবু সাঈদ মজুমদার, মোঃ আব্দুস সালাম, মোস্তফা চৌধুরী, মোঃ সুমন ডলার প্রমূখ।
প্রস্তুতি সভায় জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ মকসেদুল ইসলাম বাবু, মোঃ রাজু মুন্সি, সন্তোষ ভৌমিক, দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আসাদুজ্জামান ভুট্টো, সদস্য সচিব মোঃ আনোয়ার সাদাত সাগর, দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম মানিক, সদস্য সচিব মোঃ ফরহাদ রহমান প্লাবনসহ দিনাজপুর জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভার ২২টি ইউনিটের সেচ্ছাসেবক দলের সভাপতি/সাধারণ সম্পাদক, আহবায়ক/সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রংপুর বিভাগীয় রোডমার্চ রংপুর থেকে শুরু হয়ে সৈয়দপুর, রাণীরবন্দর, দশমাইল হয়ে দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দানে এসে শেষ হবে। রোডমার্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

“মাদকের বিরুদ্ধে এসো দোড়াই আলোর পথে” শ্লোগানে দিনাজপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা

পীরগঞ্জে ফেন্সিডিল সহ গ্রেফতার-১

ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে পাট সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টোকহোল্ডারদের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ সভা

বিরলে সড়ক দূর্ঘটনায় এক কাঠ শ্রমিকের মৃত্যু

দিনাজপুরে জলবায়ু পরিবর্তনের বিরু’দ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মান’বব’ন্ধন

ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার ও ৪ আসামী আটক এবং ১৭ টি ওয়ারেন্ট নিষ্পত্তি

হাবিপ্রবিতে লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

রাণীশংকৈলে কাবস্কাউট লিডারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হরিপুরে ইউপি সচিবের বিরুদ্ধে দূর্ণীতি ও অনিয়মের অভিরোগ

রাস্তার পাশে ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা ভ্যান চালকের মরদেহ উদ্ধার