বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার বিবৃতির পর হিলিতে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টর বিবৃতির পরে দিনাজপুরের হিলির আলীহাটে অনুষ্ঠিত হলো মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ। খেলা ঘিরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। তবে ৭ দিন আগে তৌহিদী জনতার বাধার মুখে এই খেলা অনুষ্ঠিত হতে পারেনি। পন্ড হয়ে যায়। নারীদের খেলা দেখতে ছুটে আসে হাজার হাজার ফুটবল প্রেমী। এমন আয়োজনে খুশি খেলোয়াড় ও স্থানীয়রা।
গত ২৮ জানুয়ারি উপজেলার বাওনা অস্থায়ী মাঠে বিজয় দিবস উপলক্ষে গরু ও খাসি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ওই দিন এলাকার তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে খেলার মাঠে উপস্থিত হলে আয়োজক কমিটির সদস্যদের তৌহিদী জনতার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের প্রায় ১০ জন আহত হয়। এতে দেশ জুড়ে নানা সমালোচনার সৃষ্টি হলে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টর বিবৃতির পরে সকল জল্পনা কল্পনার অবসন ঘটিয়ে দিনাজপুরের হিলিতে নারীদের প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই গ্রামের ধানী জমি সংস্কার করে (অস্থায়ী মাঠে) ইটাই ভূমিহীন বহুমুখী সমবায় সমিতি লিঃ এবং ইটাই মৎস্যচাষী সমবায় সমিতি লিঃ এর আয়োজনে এই প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা দেখতে ছুটে আসে হাজার হাজার ফুটবল প্রেমী। খেলায় ঢাকা নারী দল ও জয়পুরহাট নারী দল অংশ গ্রহণ করেন। নির্ধারিত সময়ে শেষে ঢাকা নারী দল ৩-০ গোলে জয়পুরহাট নারী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ কে কেন্দ্র করে আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়।
হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নে এই প্রথম অনুষ্ঠিত নারী খেলোয়াড়দের প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচটি দেখার জন্য বিকেল ৩ঃ ৩০ মিনিটের মধ্যে আশপাশের গ্রামের শত শত নারী ও পুরুষ খেলা প্রেমীদের মাঠে উপচে পড়া ভিড়। বিকেল ৪ ঘটিকায় আমন্ত্রিত অতিথি বৃন্দ দুই দলের খেলোয়াড়দের সাথে কথা বলে খেলা শুরু করা হয়। খেলায় ইটাই গ্রামের বিশিষ্ট সমাজসেবিকা মোছাঃ মাহফুজা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নারী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা হাশমাতুন নাহার শুভ্রা।
খেলা দেখতে আসা কয়েকজন মহিলা দর্শক বলেন, বর্তমান যুগের সাথে নারীরা তাল মিলিয়ে চলছে। আমরা নারীরা সমাজের বোঝা নয়। আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। নারীদের প্রমীলা ম্যাচ দেখতে দুরদুরান্ত থেকে হাজারো ত্রীড়াপ্রেমী ও উৎসুক জনতা ভিড় করে। এমন আয়োজনে তারা অনেক খুশি।
আয়োজক মাসুদ রানা বলেন, প্রধান উপদেষ্টার দিক নির্দেশনায় আমরা প্রমীলা ফুটবল খেলার আয়োজন করেছি। বর্তমানে কোন সমস্যা নেই। মানুষকে বিনোদন দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। এছাড়াও সুস্থ্য শরীর আর সুস্থ্য মানসিকতার জন্য খেলার কোন বিকল্প নেই। এমন আয়োজনে খেলার মাঠ ও ক্রীড়াঙ্গনে ফিরবে উচ্ছাস এমনটাই আশা আমাদের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে মাদ্রারাসার কমিটি গঠন ও নিয়োগ বাণ্যিজ্যের অভিযোগ

হাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মহান শহিদ দিবস পালিত

বীরগঞ্জের পল্লীতে ২ দেবরের লাঠির আঘাতে গুরুত্বর আহত ভাবী হাসপাতালে ভর্তি,থানায় অভিযোগ

রাণীশংকৈলে পুকুরে ডুবে যুবকের মৃ*ত্যু

বীরগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক অবহিতকরন কর্মসুচি 

ঠাকুরগাঁওয়ে শিশু নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

তেঁতুলিয়ায় ঘন কুয়াশা ও শিশির বিন্দু বিচ্ছেদ আগাম শীতের বার্তা

পীরগঞ্জ জাবরহাট ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলাপ্রশাসক

বঙ্গবন্ধুর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে খানসামায় মুজিব কর্ণার উদ্বোধন

৮-এর ঘরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দূর্ভোগে নিম্ন আয়ের মানুষ, তীব্রতা বাড়ার সম্ভাবনা