শনিবার , ২১ আগস্ট ২০২১ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত, আহত-১

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ২১, ২০২১ ৯:৪১ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ॥- দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোঃ তৈয়বুর রহমান (৩৪)নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোঃ মোকলেছ (৩২)নামে অপর এক আরোহী।
নিহত মোঃ তৈয়বুর রহমান উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের তরৎবাড়ী গ্রামের আলী মিয়ার ছেলে এবং আহত মোঃ মোকলেছ একই উপজেলার সাতোর ইউনিয়নের শালবন খাটিয়াদিঘী গ্রামের তজম আলীর ছেলে।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার সাতোর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের পচিশ মাইল বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মোঃ আতিকুর রহমান জানান, শুক্রবার সকালে বাড়ী হতে মটর সাইকেল যোগে পচিশ মাইল বাজারে যাচ্ছিল মোঃ তৈয়বুর রহমান এবং মোঃ মোকলেছ। এ সময় একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের সদস্যরা গুরুত্বর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাদের দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় মোঃ তৈয়বুর রহমান মারা যান।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ তানভীর তালুকদার জানান, দুর্ঘটনায় শরীরের বিভিন্ন অংশ প্রচন্ড আঘাত ভেঙ্গে গেছে। মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়েছে। এ সব কারণে দুজনেরই অবস্থা আশংকা জনক। উন্নত চিকিৎসার জন্য আমরা তাদের দুজনকে রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছি।

বীরগঞ্জ থানার ওয়ারলেস অপারেটর মোঃ ওয়াজেদ আলী বলেন, মোঃ তৈয়বুর রহমানের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হতে বীরগঞ্জ থানাকে একটি তারবার্তা প্রেরণ করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভুয়া আইনজীবী পিতাসহ গ্রেফতার

বীরগঞ্জের বিস্তীর্ণ মাঠজুড়ে চলছে ইরি-বোরো চাষ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শংখলা ভঙ্গ রানীশংকৈল ও হরিপুর উপজেলার ৬ ইউনিয়নের ৯ জনকে দল থেকে বহিস্কার

অবশেষে ঘুম ভাঙ্গলো মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মার

সাপের পাতা খেলায় মাতলো হাজার হাজার দর্শক

পীরগঞ্জ প্রেসক্লাব থেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের নির্বাচনী প্রচারণা শুরু

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশু জোনায়েদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

যথাযোগ্য মর্যাদায় হাবিপ্রবিতে জেল হত্যা দিবস পালিত

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযানে বক্তারা