পীরগঞ্জ প্রতিনিধি ঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের আমলে সার বেশি দামে কিনতে হয়, বিদ্যুতের দাম বেড়েছে, সাংবাদিকরা সঠিক খবর লিখতে পারেন না। গনতন্ত্রকে ধ্বংশ করা হয়েছে। তাই আন্দোলনের মাধ্যামে এই ফ্যাসিবাদ সরকারকে বিদায় করতে হবে। মঙ্গলবার সন্ধায় ঠাকুরগাওয়ের পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বর্তমান সরকার কাউকে কোন কিছু বলতে দেয় না। কোন কিছু বললেই বলে এরা পাকিস্তান পন্থী, স্বাধীনতা বিরোধী। আসলে স্বাধীনতা বিরোধী দল তো আওয়ামীলীগ। স্বাাধীনতা সংগ্রামের মুল্যকে তারা পাশ কাটিয়ে ভিন্ন ধারায় দেশ পরিচালনা করছে। শ্লোগান দিয়ে নয়, সেলফি তুলে নয়, দলকে শক্তিশালী করতে গনতন্ত্র ও মানুষের মুক্তির জন্য সংগ্রাম করতে হবে। সব রাজনৈতিক শক্তিকে এক করতে হবে। যারা গনতন্ত্র বিশ^াস করে তাদেরকে এক কাতারে এনে আজকের এই দানব সরকারকে সরাতে হবে। ঠাকুরগাও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক এমপি ডেড মুর্তজা চৌধুরী তুলা, জেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, জেলা বিএনপি সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সহ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, জেলা বিএনপি তাঁতী বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএিনপি সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, হাজিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আমিনুল ইসলাম, সৈয়দপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ভোমরাদহ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কোষারানীগঞ্জ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মিঠু ও ওয়ার্ড বিএনপি নেতা ফারুক হোসেন।