পীরগঞ্জ প্রতিনিধি
পীরগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ নকআউট ‘শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট’ এর তৃতীয় দিন বুধবার অর্থনীতি বিভাগ ও উদ্ভিদ বিদ্যা বিভাগের মধ্যে অনুষ্ঠিত খেলায় অর্থনীতি বিভাগ ২-০ গোলে জয় লাভ করে। অর্থনীতি বিভাগের পক্ষে জয়সূচক গোল করে জিয়া ও শান্ত। একই দিনে একাদশ ব্যবসায় শিক্ষা বিভাগ ও রোভার স্কাউট দলের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় খেলাটিও ২-১ গোলে সম্পন্ন হয়। এতে একাদশ ব্যবসায় শিক্ষা বিভাগ একটি আত্মঘাতি গোলে পরাজিত হয়।
উল্লেখ্য সোমবার পীরগঞ্জ সরকারি কলেজ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ‘শেখ রাসেল আন্তঃবিভাগ নকআউট ফুটবল টুর্ণামেন্ট’ এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল জলিল। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ কামরুল হাসান, ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর আব্দুল বারী মির্জা, ইংরেজী বিভাগের প্রফেসর রফিকুল আলম, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান সহযোগি অধ্যাপক বদরুল হুদা ও ক্রীড়া কমিটির আহবায়ক সহযোগি অধ্যাপক একরামুল হক প্রমূখ। উদ্বোধনী খেলায় একাদশ মানবিক বিভাগের খেলোয়ার তারেক হেসেন জয়সূচক গোল করে ইংরেজী বিভাগকে ১-০ গোলে পরাজিত করে। শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট’ এর দ্বিতীয় দিন মঙ্গলবার বাংলা বিভাগ ও একাদশ বিজ্ঞান বিভাগের মধ্যে অনুষ্ঠিত খেলায় একাদশ বিজ্ঞান বিভাগ ১-০ গোলে বাংলা বিভাগকে পরাজিত করে। একাদশ বিজ্ঞান বিভাগের পক্ষে জয়সূচক গোলটি করে তানভির হাসান। একই দিনে হিসাব বিজ্ঞান বিভাগ ও ইসলামের ইতিহাস বিভাগের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় খেলাটিও ১-০ গোলে সম্পন্ন হয়। এতে ইসলামের ইতিহাস বিভাগের পক্ষে একমাত্র গোলটি করে তারেক হোসেন। এছাড়াও এ টুর্ণামেন্টে ডিগ্রি পাশ কোর্স ও ব্যবস্থাপনা বিভাগ এবং প্রাণি বিদ্যা বিভাগ ও বিএনসিসি একাদশ অংশ নিবে।