এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: বালিয়াডাঙ্গীর বাঁধন টেলিকম এর মালিক জিল্লুর রহমানের মধ্য বালিয়াডাঙ্গী গ্রামের বাড়িতে ভয়াবহ এ চুরির ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুরির এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা সুলতানা অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, অজ্ঞাত চোরেরা বাড়ীর সকল কক্ষে ফাঁকা পেয়ে কাঠের আলমারি ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা ও অপর কক্ষের স্টিলের আলমিরার ড্রয়ার ভেঙ্গে পৌনে তিন লক্ষ টাকা মুল্যের স্বর্ণ অলংকার চুরি হয়েছে এবং ঘরের কাপড়চোপড় তছনছ করেছে।
গতকাল ১৬ নভেম্বর মঙ্গলবার রাত ৮ টায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ খবর পেয়ে চুরির ঘটনা পরিদর্শন করেন এবং চুরির বিস্তারিত জেনে একটি অভিযোগ গ্রহণ করেছে।
বাধন টেলিকমের মালিক জিল্লুর রহমানের পিতা আব্দুর রাজ্জাক জানান, আমার স্ত্রী জুলেখা বেগম পরিবার কল্যাণ সহকারী সে গত দু’দিন আগে হঠাৎ ব্রেন স্ট্রোক করায় উন্নত চিকিৎসা জনিত কারণে বাড়ীর সকলে দিনাজপুর জিয়া হার্ড ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা-সেবায় ব্যস্ত ছিলাম। এ সময়ে চোরেরা বাড়ী ফাঁকা পেয়ে চুরির ঘটনা সংঘটিত করেন। বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান জানান,পুলিশ চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হবে।