বৃহস্পতিবার , ১৮ নভেম্বর ২০২১ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বোচাগঞ্জে ইএসডিওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১৮, ২০২১ ৬:৩৬ অপরাহ্ণ

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জে ইকো- সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রেমদীপ প্রকল্প আয়োজিত ও হেকস/ইপার এর সহযোগীতায় বোচাগঞ্জ উপজেলায় বসবাসরত দলিত ও আদিবাসীদের সহায়তা প্রদানের লক্ষে দিনাজপুর জেলা এ্যাডভোকেসি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় সেতাবগঞ্জ প্রেসক্লাব মিলানয়াতনে ইএসডিও বোচাগঞ্জ উপজেলা শাখা ম্যানেজার অরুন চন্দ্র শীলের সঞ্চলনায় ও দলিত উন্নয়ন ফোরামের সভাপতি ইলিয়াস হেমব্রম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা এ্যাডভোকেসী সভাপতি মোঃ আজহারুল আজাদ জুয়েল। এসময় আরো বক্তব্য রাখেন জেলা এ্যাডভোকেসীর সহ সভাপতি এ্যাডভোকেট রাবেয়া খাতুন রানু, সাধারণ সম্পাদক আলবিনুম টুডু, শিউলী বাড়া, প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার সুজন খান, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, সাংস্কৃতিক কর্মি মোঃ মাহবুব আলম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। নেতৃবৃন্দ আদিবাসী ও দলিত সম্প্রদায়ের যে কোন সমস্যায় তাদের পাশে আছেন এবং থাকবেন বলে বক্তব্য রাখেন। এবং মতবিনিময় সভায় উপস্থিত আদিবাসী ও দলিত সম্প্রদায়ের সদস্যগণ তাদের জীবনমান বিষয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও