বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে থেকে মহান বিজয় ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে দিনাজপুরের বীরগঞ্জে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পরে দুপুরে কবি নজরুল উচ্চ বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ করে কর্মসূচী পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. আমিনুল ইসলাম। এসময় কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, লাল সবুজ উন্নয়ন সংঘের বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সদস্য সংগ্রাম জয় চক্রবর্তী, কামরুল হাসান, মো. সারোয়ার হোসেন, আদিল মাহমুদ, অংকুর শাহা, আব্দুর রহমান আরিফ, জিহাদ মিয়া, জয় দাস, আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।