বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে গোপাল
নামের এক ব্যাক্তি দানাদার বিষপান করে আত্মহত্যা করেছে। উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই
গ্রামের মৃত মহিনের ছেলে গোপাল চন্দ্র ৫৫) এর লাশ তলতলা কানদরে পাওয়া যায়। মৃত.গোপাল চন্দ্র রায়ের
শ্যালক মুশিনি, ভাই নলিত চন্দ্র রায় জানান, ঋণের বোঝা সইতে না পেরেই গোপালের মৃত্যু হয়েছে বলে
দাবী জানিয়ে বলেন গোপাল গতকাল সন্ধ্যা থেকে নিরুদেশ হলে অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে
তার মৃতদেহ এবং একটি দানার বিষ বোতল দেখতে পেয়ে বীরগঞ্জ থানায় সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে
২৪ ডিসেম্বর শুক্রবার সকালে থানার এসআই আনোয়ারুল, রাজিকুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স
ঘটনাস্থলে পরিদর্শন করে এবং কোনপ্রকার অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের
কাছে হস্তান্তর করেন।