শনিবার , ২৫ ডিসেম্বর ২০২১ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচনের দাবীতে স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ সম্মেলন ।

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৫, ২০২১ ৪:৪৮ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,,
আগামী ২৬ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপির আশংকায় ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু নির্বাচনের দাবীতে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ২০ ইউনিয়নের স্বতন্ত্রপ্রার্থীরা সংবাদ সম্মেলন করেছে। ২৫ ডিসেম্বর শনিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ার হাওলাদার কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এই সময় স্বতন্ত্রপ্রার্থীরা অভিযোগ করে বলেন।আগামীকাল চতুর্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা কিভাবে ২৬ তারিখে নির্বাচনের মাঠে থাকবো। আওয়ামীলীগ নৌকা প্রার্থীরা ইতিমধ্যে বলে বেড়াচ্ছে ১টা ভোট পেলেও আমরা চেয়ারম্যান। নৌকায় যারা ভোট দিবেন না তাদের ভোট কেন্দ্রে আসার দরকার নেই। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সব আমাদের নিয়ন্ত্রণে। আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মীদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যারা নৌকা মার্কার নির্বাচন করেছে তাদের মধ্য থেকে অনেক কেই প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা আরও বলেন, সাংবাদিক ভাইয়েরা জাতির বিবেক আপনাদের লেখালেখির মাধ্যমেই নির্বাচনের প্রকৃত চিত্র ফুটে উঠবে।আপনারা লেখা-লেখি করলে নির্বাচন সুষ্ঠু হবে। আমাদের বিশ্বাস আপনারাই পারেন নির্বাচন সুষ্ঠু পরিবেশে করার পদক্ষেপ নিতে। এ সময় তারা বলেন,আমরা অনেক হামলা মামলার শিকার। কয়েকদিন আগে জেলা প্রশাসক আমাদের নিয়ে বসেছিলেন,তিনি আশ্বস্ত করেছেন আপনারা নিশ্চিন্তে থাকেন। নির্বাচন সুষ্ঠু পরিবেশে হবে। আমরা আশা করবো তার কথাই যেনো সত্যি হয়। নির্বাচনের শেষ পর্যন্ত নির্বাচনের মাঠ ছাড়বোনা। সাংবাদিক ভাইয়েরা আপনারা আপনাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করলে নির্বাচনের পরিবেশ ভালো থাকবে। সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন –রুহিয়া পশ্চিম ইউনিয়ের স্বতন্ত্র প্রার্থী আনসারুল হক,ঢোলরহাটের স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার,রাজাগাঁও ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নূর ইসলাম নূরু,দেবীপুরের জয়নাল আবেদীন, সালন্দর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ গোলাম মাওলা চৌধুরী , প্রমুখ ও জেলার মিডিয়া কর্মীবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ৫০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ অসাম্প্রদায়িক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে সামাজিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা সভা

পীরগঞ্জে ভুমি কর্মকর্তাদের সাথে আদিবাসীদের ভুমি বিষয়ক মতবিনিময়

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন চা চাষিরা কাঁচা চা পাতার ন্যায্যমূল্য না পেলে অকশন সেন্টার মূল্যহীন-বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

হরিপুরে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হলো শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা চেয়ারম্যানের পরিদর্শন

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় রহস্যজনক চুরি

হাবিপ্রবিতে কর্মচারীদের জন্য ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঠাকুরগাঁওয়ে সেচ সুবিধায় আসছে ২ হাজার হেক্টর জমি

বীরগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত