বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে নানা কর্মসূচি মধ্যদিয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৭ ডিসেম্বর রোজ সোমবার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে ইমারত নির্মাণ শ্রমিক কার্যালয়ে সামনে কেক কেটে ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য, দিনাজপুর -১( বীরগঞ্জ – কাহারোল) ও বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মন্ডলীর প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল (এমপি), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোঃ আমিনুল ইসলাম,পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম,উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টামন্ডলী সুভাষ দাস, অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম,মোঃ মোনায়েম হোসেন,উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মামুনুর অর রশিদ মামুন,সহ- সভাপতি মোঃ আলমগীর হোসেন সহ নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দুস্থ শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং সাস্কৃতিক সহ পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আসিফ হোসেন বাবু।