সোমবার , ৩ জানুয়ারি ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুরে মাসিক সভা ও নবাগত চেয়ারম্যানদের সংবর্ধনা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ৩, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মাসিক সভা শেষে হরিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে নবাগত উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার দুপুর বারোটার সময় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে উপজেলা মাসিক সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল। অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) রাকিবুজ্জামান, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞা, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএমএ করিম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাফিউল ইসলাম রাফিসহ নবাগত ৬টি ইউনিয়নের সকল চেয়ারম্যানগণ ও সরকারি কর্মকর্তাগণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত